রাজশাহীতে নতুন শিক্ষাবর্ষে বই সংকট
Автор: Noborup TV
Загружено: 2025-01-01
Просмотров: 37
Описание:
রাজশাহীর স্কুলগুলোতে নতুন শিক্ষাবর্ষের শুরুর প্রথম দিন সবগুলো বিষয়ের বই শিক্ষার্থীদের হাতে দিতে পারেনি শিক্ষা প্রতিষ্ঠান।
রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, এ বছর রাজশাহীতে ১৩ লাখ ৩ হাজার ৩৮৬ কপি বইয়ের চাহিদা রয়েছে। আর এসেছে কিছু সংখ্যক বই। তবে পর্যায়ক্রমে এর মধ্যেই সব বই পেলে তা দিয়ে দেওয়া হবে।
এছাড়া রাজশাহী জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্য অনুসারে, রাজশাহী জেলায় মাধ্যমিক (বাংলা ভার্সন) শিক্ষার্থীর সংখ্যা ২ লাখ ২৮ হাজার ৯৬০ জন। এর বিপরীতে ৩৩ লাখ ৪৪ হাজার ৩৭৫ কপি বইয়ের চাহিদা রয়েছে। কিন্তু বর্তমানে মাত্র দুটি শ্রেণীর জন্য তিনটি করে বই হাতে এসেছে। এছাড়া, দাখিল শিক্ষার্থীর সংখ্যা ৪৬ হাজার ১৫০ জন এবং তাদের জন্য চাহিদা রয়েছে ৭ লাখ ১০ হাজার ১৫০ কপি বই। মাধ্যমিক (ইংলিশ মিডিয়াম) শিক্ষার্থীর সংখ্যা ৮৪০ জন, এবং এর বিপরীতে চাহিদা রয়েছে ১১ হাজার ৩৮৫ কপি বই। ইবতেদায়ী শিক্ষার্থীর সংখ্যা ৫৪ হাজার ২০০ জন, এবং তাদের জন্য চাহিদা রয়েছে ৩ লাখ ৪৬ হাজার ৮৮০ কপি বই। কারিগরি শিক্ষার্থীর সংখ্যা ১৩ হাজার ৬০০ জন, এবং এর বিপরীতে ৩ লাখ ৫১ হাজার ৫০৫ কপি বই চাহিদা রয়েছে।
মোট চাহিদা ৪৭ লাখ ৬৪ হাজার ২৯৫ কপি বই। তবে এখন পর্যন্ত রাজশাহী জেলা অফিসের হাতে মাত্র কয়েকটি শ্রেণীর কিছু সংখ্যক বই পৌঁছেছে।
রাজশাহী কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. নূরজাহান বেগম জানান, যে সকল বিষয়ের বই পেয়েছি তা বিতরণ করা হয়েছে। আশা করছি শিগগিরই সব বই পেলে তা বিতরণ করবো।
রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ.কে.এম আনোয়ার হোসেন জানান, বই যা পাচ্ছি তা সঙ্গে সঙ্গে বিদ্যালয়ে পাঠানোর ব্যবস্থা করছি। এরই মধ্যে সব পাঠিয়ে দিবো।
রাজশাহী জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল আজিজ সরদার বলেন, আজ পর্যন্ত মাদ্রাসার বাংলা, ইংরেজি ও গণিতের সপ্তম শ্রেণীর বই বিতরণ করা হয়েছে, এবং স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর বই বিতরণ করা হচ্ছে। বাকি বইগুলো আসলে তা বিতরণ করা হবে।
| Noborup TV Online
For more details, visit our website:
https://noborup.tv/
Facebook:
/ noboruptvonline
YouTube:
/ noboruptv
#noboruptv #rajshahi #news #city #citylive #topnews #breakingnews #leadnews #recentnews #district #Paper #Headline
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: