মাহফিল শেষে ফেরার পথে ইসলামি বক্তার জিহ্বা কেটে দিলো দুর্বৃত্তরা - ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়
Автор: ShatnolFB
Загружено: 2023-03-07
Просмотров: 10
Описание:
মানুষ কতটুকু অমানুষ হতে পারে শিয়া কর্তৃক হামলার শিকার।মাহফিল শেষে ফেরার পথে ইসলামি বক্তার জিহ্বা কেটে দিলো দুর্বৃত্তরা।ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাওলানা শরিফুল ইসলাম ভূঁইয়া (৩৬) নামে এক ইসলামি বক্তার ওপর হামলা করে জিহ্বার একাংশ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৪ মার্চ) রাতে উপজেলার আজমপুর এলাকায় এ ঘটনা ঘটে।
শরিফুল ইসলাম ভূঁইয়া বিজয়নগর উপজেলার শ্রীপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক। তিনি সদর উপজেলার চাপুইর গ্রামের মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার রাতে বিজয়নগরের দৌলতবাড়ি এলাকায় মাহফিলে অংশ নেন মাওলানা শরিফুল। মাহফিলে তিনি শিয়াদের সমালোচনা করে বক্তব্য দেন তিনি। মাহফিল শেষে মধ্যরাতে পরিচিত জনের মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে আখাউড়া উপজেলার আজমপুর রেলস্টেশন এলাকায় এলে অজ্ঞাত কয়েক যুবক তার মোটরসাইকেলটির গতিরোধ করে হামলা চালায়। এ সময় শরিফুলের জিহ্বা ও ঠোঁটের অনেকটা অংশ কেটে যায়। তা ছাড়া লাঠিসোঁটা দিয়ে তাকে মারধর করারও অভিযোগ ওঠে। এ সময় মোটরসাইকেলে মাওলানা শরিফুলের সঙ্গে থাকা ওবায়দুল্লাহও (৩৪) আহত হয়েছেন।
এ বিষয়ে বিজয়নগর উপজেলার শ্রীপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক (আরবি) মাওলানা আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, দৌলতবাড়ি মাহফিলে শিয়াদের নিয়ে মাওলানা শরিফুল ইসলাম ভূঁইয়া বক্তব্য দিয়েছিলেন। মাহফিল শেষে এক ভাগ্নের মোটরসাইকেলে ফেরার পথে একদল যুবক তার ওপর হামলা করে। তখন তিনি চিৎকার করলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
তিনি আরও জানান, এ ঘটনার প্রতিবাদে রবিবার শ্রীপুর ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা জোহরের নামাজের আগে মানববন্ধন করেছেন।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘শরিফুল ইসলাম ইসলামপন্থি আরেকটি দলের বিপক্ষে বক্তব্য রাখায় বাড়ি ফেরার পথে তাকে হামলা করা হয়েছে– এমন খবর আমরা শুনেছি। তবে তার পক্ষে এখনও থানায় কোনও লিখিত অভিযোগ দেওয়া হয়নি। তবে আমি তার স্বজনদের সঙ্গে যোগাযোগ করে থানায় অভিযোগ দেওয়ার কথা বলেছি। তারা জানিয়েছেন, শরিফুল ইসলাম ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আমরা এ ব্যাপারে মামলা গ্রহণ করবো। তার স্বজনরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন।’
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। ওই বক্তাকে একদল যুবক চড়-থাপ্পড় মেরেছে। এ সময় তার জিহ্বা কেটে গেছে। কী কারণে মেরেছে, বিষয়টি আমরা খতিয়ে দেখছি। তাকে এবং তার পরিবারের সদস্যদের থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’
** কোন প্রকার তথ্য জানার জন্য ফেইসবুক এ মেসেজ করুন **
www.facebook.com/shatnol
www.instagram.com/shatnol
/ shatnolfb
** একদিনে ভ্রমণের জন্য চাঁদপুরের ষাটনল জায়গাটি চমৎকার। একইসঙ্গে পাওয়া যাবে দুই রকম আনন্দ। জলের সঙ্গে তাল মিলিয়ে পৌঁছে যাবেন স্থলে। প্রকৃতি ও নদীর সংস্পর্শে মন হয়ে উঠবে চাঙ্গা। তাই সুযোগ পেলে আপনিও ঘুরে আসতে পারেন চাঁদপুরের ষাটনল থেকে।
#জল_ও_স্থল
** যেকোনো স্থান থেকে নৌপথে আসতে পারেন এখানে। নৌযানে এসে ষাটনল লঞ্চঘাটে নেমেই পেয়ে যাবেন বিশাল পর্যটন এলাকা। নদীপথে আসতে গিয়ে জলের সঙ্গে মিতালি হতে পারে আপনার। পেয়ে যাবেন নৌকা ভ্রমণের মজাও। একই সঙ্গে নৌবিহার এবং বনভোজন।
#ষাটনলের_অবস্থান
** ষাটনল একটি স্থানের নাম। জায়গাটি নদীর বুকে জেগে ওঠা চর বা দ্বীপ। চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার একটি ইউনিয়ন হচ্ছে ষাটনল। মেঘনা নদী বয়ে চলেছে এর পাশ দিয়ে।
#অবসরের_জন্য
** ষাটনল পর্যটন এলাকায় বিশ্রামের জন্য রয়েছে একটি ছাউনি। খাবারের জন্য রয়েছে আলাদা বিশাল ঘর। রয়েছে উন্নতমানের একাধিক শৌচাগার। পাশেই রয়েছে বিশাল খেলার মাঠ। আশেপাশে সবুজের সমারোহ। পর্যটন এলাকা ঘেঁষেই বয়ে গেছে মেঘনা নদী। অভ্যাস থাকলে সাঁতারও কাটতে পারেন।
#থাকা_খাওয়া
** ষাটনলে থাকার কোনো ব্যবস্থা নেই। একদিনের ভ্রমণের জন্যই স্থানটি উপযুক্ত। খাবারের আয়োজনও নিজেদেরই করতে হবে।
#যোগাযোগ
** ষাটনল পর্যটন স্পটটি বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের অধীনে পরিচালিত। এখানে অবস্থানের জন্য জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে অনুমতি নিতে হয়। বড় কোন প্রোগ্রাম এর জন্য যোগাযোগ করতে হয় আপনার প্রয়োজনে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: