গোপাষ্টমীতে শ্রীমতি রাধারানীর দুর্লভ চরণ দর্শন লাভ ২০২২
Автор: Radha gopinath
Загружено: 2022-11-01
Просмотров: 1413
Описание:
জেনে নিন 🐄 গোপাষ্টমী কি ❓❓❓
🦚"গোপাষ্টমী বা গোষ্ঠাষ্টমী হলো ভগবান শ্রীকৃষ্ণের প্রথম গোষ্ঠে যাত্রা বা গোচারণ যাত্রা এবং পরমেশ্বরী শ্রীমতি রাধা-ঠাকুরানীর শ্রীচরনকমল দর্শণের দূর্লভ দিন।
গোপাষ্টমী সম্মন্ধে বলা হয়েছে-- কার্তিক মাসের শুক্লাষ্টমী গোপাষ্টমী নামে প্রসিদ্ধ। এদিন ভগবান শ্রীকৃষ্ণ প্রথম গোচারণে যান। এদিন যারা গাভীদের অর্চণ করবে, তাদের ভোজন করাবে, প্রদিক্ষণ করবে, ও অনুগমন করবে তাদের সমস্ত কামনা পূর্ণ হবে।
শ্রীমদ্ভাগবতমের দশম স্কন্ধের একাদশ অধ্যায়ে বলা হয়েছে যে, গোকূলে অসুরদের আক্রমনে অতিষ্ট হয়ে গোপেরা নন্দমহারাজের ভ্রাতা উপানন্দের পরামর্শে বৃন্দাবন গমন করেন। যেহেতু বৃন্দাবন তৃণ-গুল্মে পরিপূর্ণ ও সুসজ্জিত ছিল এবং এর নিকটেই গোবর্ধন পর্বত বিদ্যমান ছিল তাই তারা বৃন্দাবন যেতে মনস্ত করলেন। এর কিছুদিন পরেই কৃষ্ণ-বলরাম ও অন্যান্য গোপবালকেরা গোচারণের দায়িত্ব পান। যে বিশেষ তিথীতে নন্দমহারাজ ও জ্যেষ্ঠ গোপেরা তাদের গোচারণের দায়িত্ব অর্পন করেন, সেটি ছিল দামোদর মাসের শুক্লাষ্টমী তিথী, যেটি গোপাষ্টমী নামে বিখ্যাত।
গোপাষ্টমী তিথীর বিশেষ আকর্ষন এদিন শ্রীমতি রাধা-ঠাকুরানীর শ্রীচরণকমল দর্শন লাভ হয়। শ্রীমতি রাধা-ঠাকুরানী ও অন্যান্য গোপীকাগণের শ্রীচরণকমল ব্রহ্মাদী দেবতাদেরও সুদূর্লভ। তাই বছরের অন্যসময় তাঁদের শ্রীচরণকমল দর্শণ হয় না। কিন্তু কৃষ্ণ যেদিন প্রথম গোচারণে যান, তখন এটি খুব আনন্দের দিন বিবেচনায় শ্রীমতি রাধা-ঠাকুরানী তাঁকে দর্শন করতে চেয়েছিলেন। কিন্তু লোক লজ্জ্বার ভয়ে ভগবানের অভিন্না শ্রীমতি রাধা ঠাকুরাণী তাঁকে দর্শন করতে পারছিলেন না। তখন কৃষ্ণের সখা সুবল তাকে সহায়তা করলেন। রাধারানীর কাকাতো ভাই সুবল দেখতে হুবুহু রাধা-রাণীর মতই ছিলেন। তাই তিনি সুবলের ন্যায় বেশভূষা ধারণ করে শ্রীকৃষ্ণের সাথে দর্শন লাভ করেন। এজন্য গোপাষ্টমীর দিন শ্রীমতি রাধা-ঠাকুরানী ও অন্যান্য গোপীকাগণের শ্রীচরণকমল দর্শব লাভ হয়। তাই এ দিনটি অত্যন্ত মহিমান্বিত।
এদিন হতেই গোবর্ধন পরিক্রমা শুরু হয় এবং একই সাথে মথুরা ও বৃন্দাবনের যুগল পরিক্রমা শুরু হয়।ভক্তদের উচিৎ এদিন গাভীদের উত্তম ঘাস ও ফলমূল সেবন করিয়ে তাদের পুজা পরিক্রমা করা ও গোশালা মার্জন করা
শ্রীমতি রাধা-ঠাকুরানী কি জয়...
নিকটস্থ ইসকন মন্দিরে আজ শ্রীমতি রাধারাণীর দুর্লভ চরণ দর্শণ করুন। #iskcon #iskcontemple #joygopal #radhakrishna #radhegovinda #damodar #damodarastakam #iskcondevotee #iskconsylhettemple #cumilla ##chattagram #dhakadnews #madhavasrockband #madhavasrockbandsong
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: