নারীস্বাস্থ্য প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম
Автор: Zakat Welfare Fund
Загружено: 2025-09-01
Просмотров: 20
Описание:
👩🌾নারীস্বাস্থ্য
প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম
🏠শাহানশাহ হক ভাণ্ডারী (ক.) দাতব্য চিকিৎসালয়
💠শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান যাকাত ওয়েলফেয়ার ফান্ড পরিচালিত দেশব্যাপী বিদ্যমান স্বাস্থ্যসেবা কেন্দ্রসমূহ কেবল অসুস্থ রোগীদের চিকিৎসা নয়, রোগ প্রতিরোধের জন্য স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সেমিনার আয়োজন করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ফটিকছড়ি আজিমপুরস্থ ‘শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)ইসলামী একাডেমি’ ভবনে স্থাপিত শাহানশাহ হক ভাণ্ডারী (ক.) দাতব্য চিকিৎসালয়ে স্থানীয় নারীদের ‘নারীস্বাস্থ্য সচেতনতা বিষয়ক সেমিনার: ‘প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম’ আয়োজন করা হয়।
সেমিনারে নারীস্বাস্থ্য বিষয়ে আলোচনা করেন, ডাঃ কাজী নাদিয়া মেহনাজ। এমবিবিএস, সি.সি.ডি (বারডেম), সি.এম.ইউ, এম.ডি (কোর্স), পিজিটি (মেডিসিন), পিজিটি (নিউরোমেডিসিন), বিএমডিসি, রেজি: নং-A-৬৮৯০৩, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, মেডিকেল অফিসার-রয়েল প্যাথলজী এন্ড ডায়াগনস্টিক কনসালটেন্ট সেন্টার।
নারীর শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি সচেতনতা তৈরীর লক্ষ্যে এমন আয়োজন করা হয়। নারীর স্বাস্থ্য বিষয়টাকে আমাদের সমাজে কিংবা পরিবারে এড়িয়ে যাওয়া হয়। বিশেষ করে মাতৃকালীন স্বাস্থ্য ও কৈশোরকালীন স্বাস্থ্য পরিচর্যা খুবই গুরুত্বপূর্ণ। যার উপর নির্ভর করে পরবর্তী প্রজন্মের সুস্থ সবলতা। এই বিষয়কে গুরুত্ব দিয়ে কৈশোরকালীন স্বাস্থ্যবিধি, প্রজনন স্বাস্থ্য, মাতৃকালীন স্বাস্থবিধি, সন্তান পরিচর্যা, মানসিক সুস্থতা, পুষ্টিকর খাবার গ্রহণ প্রভৃতি বিষয়ে উন্মুক্ত আলোচনা হয়। এতে কৈশোরকালীন ভয়ভীতি ও মহিলাদের মাঝে প্রচলিত স্বাস্থ্যবিষয়ক ভ্রান্ত ধারণা দূর হওয়ায় নিজেদের মধ্যে স্বস্তি দেখা যায়।
এ সময় যাকাত ওয়েলফেয়ার ফান্ড ও দাতব্য চিকিৎসালয় পরিচালনা পর্ষদের কর্মকর্তাগণ উপিস্থিত ছিলেন।
#প্রতিকারের_চেয়ে_প্রতিরোধ_উত্তম #নারী_স্বাস্থ্য_ডেটা" #মা_সুস্থ_তো_পরিবার_সুস্থ #প্রতিকারের_আগে_প্রতিরোধ #প্রতিরোধই_প্রধান_অস্ত্র #সচেতন_নারী_সুস্থ_সমাজ #প্রতিরোধই_প্রধান_অস্ত্র #সচেতন_নারী_সুস্থ_সমাজ #নারীস্বাস্থ্য_সুরক্ষা_আমার_দায়িত্ব #নারীর_স্বাস্থ্য_নারীর_অধিকার #জরায়ু_ক্যান্সার_প্রতিরোধ #মা_ও_শিশুর_সুরক্ষা #নারী_স্বাস্থ্য_জাগরণ
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: