Tallest building in Bangladesh | বাংলাদেশের সবচেয়ে উঁচু ভবন | BRB cable Tower|Kushtia | কুষ্টিয়া শহর
Автор: Chacchu The Traveler
Загружено: 2021-08-12
Просмотров: 4971
Описание:
বাংলাদেশের সবচেয়ে বড় বিল্ডিং কত তলা?Tallest building in Bangladesh
BRB cable tower
Kushtia City
কুষ্টিয়ার বিআরবি ক্যাবল বিল্ডিং, এটিই বর্তমানে বাংলাদেশের সবচেয়ে উঁচু ভবন এই ভবনটার উচ্চতা ৪০ তলা। ভবনটা নির্মাণ হবার আগ পর্যন্ত সর্বোচ্চ উঁচু ভবন ছিল ঢাকা শহরের সিটি সেন্টার ৩৭ তলা ভবনটি। আর এখন পর্যন্ত ২০২১ সালে বাংলাদেশে সবচেয়ে উঁচু ভবন হিসেবে এই বিআরবি বিল্ডিংটি রয়েছে। তবে পরবর্তীতে এর থেকে অনেক উঁচু উঁচু বিল্ডিং আমাদের দেশে তৈরি হয়ে যাবে।
আপনি যদি কুষ্টিয়া শহরে আসেন তাহলে একটু দক্ষিণ দিকে তাকালেই এই বিআরবি বিল্ডিংটি দেখতে পারবেন। আর কুষ্টিয়া টু খুলনা যাবার পথে রাস্তার বাম দিকে বিআরবি কোম্পানি এর ভিতরে তাকালেই দেখতে পারবেন। তাছাড়া কুষ্টিয়া শহরের মূল শহরের ভিতর থেকে এমনিতেই দেখা যায় যদি আকাশ এবং আবহাওয়া পরিষ্কার থাকে।
ভিডিওটিতে যে থাম্বনেইল এর পিকটি দেখছেন এটি কুষ্টিয়া শহরের বিআরবি কোম্পানিরই আরএকটি বিল্ডিং লাভলী টাওয়ার থেকে তোলা।যার দুরত্ব এই বিআরবি বিল্ডিং থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে।
#BRB_bulding #KushtiaCity #brb_cable_tower
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: