Hayre 12 Mash | হায়রে 12 মাস | Ria Sarkar | Omi | Ruhul | Shiba Sanu | Dance Song | Indian Music
Автор: Eusuf Music
Загружено: 2025-12-11
Просмотров: 848
Описание:
🎵 Song: হায় রে ১২ মাস – প্রেমের সর্বনাশ
🎙️ Channel: Eusuf Music
🎶 Type: New Bangla Sad Song 2025 | Heart Touching Bangla Song
💔 বিষয়: প্রেম, কষ্ট, সম্পর্কের যন্ত্রণা, বাস্তব জীবনের গল্প
এই গানটি তাদের জন্য যাদের জীবনে প্রেম এসেছে…
আছে মাথা ব্যথা, কান্না, সারাক্ষণের ঝামেলা…
আছে ভাঙা প্রেমের অতল খাঁদ।
গানটি আপনাকে নিজের জীবনের সঙ্গে মিল খুঁজে নিতে বাধ্য করবে।
👇 এখানে পুরো লিরিক্স দেওয়া হলো—
[Lyrics]
হায় রে ১২ মাস,
প্রেমের সর্বনাশ…
হায় রে ১২ মাস,
প্রেমের সর্বনাশ…
প্রেম যে কাঠালের আঁঠা,
প্রেমিকার মাথা ব্যথা,
প্রেম তো নয় ঘুমের ওষুধ,
প্রেম মানে ভূতে ধরা।
প্রেম যে কাঠালের আঁঠা,
প্রেমিকার মাথা ব্যথা,
প্রেম তো নয় ঘুমের ওষুধ,
প্রেম মানে ভূতে ধরা।
ভালো মানুষ প্রেম করে না,
প্রেম বোঝে না নাই জীবনে বংশ।
হায় রে ১২ মাস,
প্রেমের সর্বনাশ…
হায় রে ১২ মাস,
প্রেমের সর্বনাশ…
কৃষ্ণ প্রেমে রাধা পাগল,
তোমার প্রেমে আমি রে!
দুনিয়ায় এত গণ্ডগোল,
প্রেমই সমাধান রে।
কৃষ্ণ প্রেমে রাধা পাগল,
তোমার প্রেমে আমি রে!
দুনিয়ায় এত গণ্ডগোল,
প্রেমই সমাধান রে।
এই জগতে প্রেমিক কয়জন—
প্রেম ক’জন বোঝে?
খুলে দিয়ে চুলের বাঁধন,
এই প্রেম বাজারে।
ভালো মানুষ প্রেম করে না,
প্রেম বোঝে না নাই জীবনে বংশ।
হায় রে ১২ মাস,
প্রেমের সর্বনাশ…
হায় রে ১২ মাস,
প্রেমের সর্বনাশ…
ও প্রেমপূজারি, আমায় দে ছাড়ি,
আমি প্রেমের নামে আমার জীবন খারাপ না করি!
এই প্রেমে যে ভাসে, ও সর্বনাশে—
প্রেম করলে একদিন মারে দু’দিন
প্রেমের সুরসুরি।
প্রেম-বিরোধী ওষুধ খাই রে
প্রেম নামের জ্বরে…
প্রেম করুক পাগল যে জন,
আমি থাকি দূরে।
ভালো মানুষ প্রেম করে না,
প্রেম বোঝে না নাই জীবনে বংশ।
হায় রে ১২ মাস,
প্রেমের সর্বনাশ…
হায় রে ১২ মাস,
প্রেমের সর্বনাশ…
👉 Like, Comment & Share করতে ভুলবেন না!
👉 Subscribe করুন Eusuf Music যাতে নতুন গান মিস না করেন!
#EusufMusic #BanglaSadSong #NewBanglaSong2025 #BanglaLoveSong #KosterGaan #HridoyChuyeJawaGaan #PremerGaan #BanglaSong #SadSongBangla #PainSongBangla #BanglaMusic
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: