কালি পুজোর আগে এগরা থানার বড় সাফল্য প্রায় ৭ লক্ষ টাকার বাজি উদ্ধার সাথে দুই বাজি ব্যাবসায়ী গ্রেপ্তার
Автор: বাংলা TODAY নিউজ
Загружено: 2025-10-08
Просмотров: 42
Описание:
কালি পুজোর আগে এগরা থানার বড় সাফল্য। প্রায় ৭ লক্ষ টাকার বেআইনি বাজি উদ্ধার সাথে দুই বেআইনি বাজি ব্যাবসায়ী গ্রেপ্তার..
এগরায় ফের বড় সাফল্য এগরা থানা পুলিশের। আজ সন্ধ্যা ৮টা নাগাদ ওড়িশা থেকে ইঞ্জিন রিক্সা করে আসছিলো বিপুল পরিমানের অবৈধ বে-আইনি বাজি। পুলিশ সূত্রে জানা গেছে এগরা ২ নম্বর ব্লকের বেতা নামক একটি জায়গায় পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয়।প্রায় ৭ লক্ষ টাকা মূল্যের বে-আইনি বাজি উদ্ধার করে।এগরা থানার IC অরুন কুমার খাঁর নেতৃত্বে থানার এ এস আই বুদ্ধদেব মান্না ও এ এস আই সমীরণ দে সহ বিশাল পুলিশ বাহিনী হানা দিয়ে বিপুল পরিমান বে-আইনি বাজি উদ্ধার করে। পাশাপাশি ইঞ্জিন রিক্সা আটক করে পুলিশ। বে-আইনি বাজি ব্যবসায়ী মুক্তেস্বর পাত্র বয়স ৪৮ বাড়ি উত্তর তাজপুর এগরা, অপর জন তপন খাটুয়া বয়স ৪১বাড়ি উত্তর তাজপুর এগরা এদের দুজন কে গ্রেপ্তার করে এগরা থানার পুলিশ। ২ জনের বাড়ি এগরা ২ ব্লকের উত্তর তাজপুর এলাকায়। আগামীকাল ২ অভিযুক্তকে কাঁথি মহকুমা আদালতে তোলা হবে বলে জানা গেছে এগরা থানার পুলিশ সূত্রে। স্বাভাবিক ভাবেই খাদিকুল বিস্ফোরনের পর এগরা থানার পুলিশ লাগাতার অভিযান চালিয়ে ব্যাপক সাফল্য পেয়েছে এলাকায়।
#Illegalfireworksrecovered #Twoillegaltraders #arrested #egrapolice #EgraAssembly #EastMedinipur #WestBengalNews #বাংলা_TODAY_নিউজ
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: