শাহ্ রাহাত আলীর মাজার | ছয়ফুল্লাকান্দি বাজার | বাঞ্ছারামপুর- ব্রাহ্মণবাড়িয়া
Автор: AP Pedia
Загружено: 2024-06-18
Просмотров: 298
Описание:
শাহ্ রাহাত আলীর মাজার | ছয়ফুল্লাকান্দি বাজার | বাঞ্ছারামপুর- ব্রাহ্মণবাড়িয়া
স্থান
গ্রাম: ছয়ফুল্লাকান্দি, ডাকঘর: ছয়ফুল্লাকান্দি, ইউনিয়ন: ০৬নং ছয়ফুল্লাকান্দি, উপজেলা: বাঞ্ছারামপুর, জেলা: ব্রাহ্মণবাড়িয়া
কিভাবে যাওয়া যায়
শাহান শাহ্ হযরত রাহাত আলী শাহ্ এর মাজারে যাওয়ার যোগাযোগ ব্যবস্থা: ১। ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে সিএনজি অথবা বাস যোগের মাধ্যমে সড়ক পথে কোম্পানিগঞ্জ, রামচন্দ্রপুর, রূপসদী বাজার হয়ে ছয়ফুল্লাকান্দি বাজার। যাতায়াত ভাড়া = ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে সিএনজি যোগে কোম্পানিগঞ্জ = ৭০-৮০/- টাকা, কোম্পানিগঞ্জ থেকে রামচন্দ্রপুর = ৫০-৬০/- টাকা, রামচন্দ্রপুর থেকে রূপসদী বাজার = ২৫-৩০ টাকা, রূপসদী বাজার থেকে ছয়ফুল্লাকান্দি বাজার = ১৫-২০ টাকা। ২। স্থলযোগে ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে গোকন ঘাট, সেখান থেকে লঞ্চ বা স্পীড বোট যোগে নবীনগর = ৫০-৬০/- টাকা, নবীনগর সিএনজি ষ্টেশন থেকে সিএনজি যোগে রসূল্লাবাদ হয়ে রূপসদী বাজার হয়ে ছয়ফুল্লাকান্দি বাজার। ছয়ফুল্লাকান্দি বাজারেই অবস্থিত শাহান শাহ্ হযরত রাহাত আলী শাহ্ এর মাজার শরীফ। ৩। ঢাকা থেকে যে কোন যাতায়াত এর মাধ্যমে আরাই হাজার উপজেলা দিয়ে করইকান্দি/করইতলা ফেরী পাড়াপাড়ের মাধ্যমে বাঞ্ছারামপুর উপজেলা হয়ে ছয়ফুল্লাকান্দি বাজার।
দর্শণীয় স্থান:
শাহ্ রাহাত আলী শাহ্ এর জীবনী:
বাংলাদেশ ওলী আউলিয়ার দেশ। গাউস কুতুবের দেশ। এদেশের প্রতিটি ধূলিকণার সাথে মিশে আছে কোন না কোন ওলীর পদপরশ। যুগে যুগে এদেশে আগমন ঘটেছে বহু সাধকের, আবার এদেশেও জন্ম গ্রহণ করেছে বহু ওলী-আওলীয়া। যাদের পূণ্য পদচারনায় গর্বিত এ বাংলাদেশ। আর এদেশেরই একজন মহান ওলী মুজাদ্দেদে জামান, গাউসুল আজম, মারফতে কেবলা, চার তরকীকার ফয়জান প্রাপ্ত বেলায়েতের কর্ণধার, তরীকায়ে রাহাতিয়ার ইমাম, মাহবুবে খোদা, শাহান শাহ্ হযরত রাহাত আলী শাহ্ (রহ:)।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: