বাংলাদেশের সুন্দর ঝর্নার মধ্যে অন্যতম(জাদিপাই)ঝর্না,তাকে ঝর্নার রানী বলা হয়
Автор: Swag Chacchi
Загружено: 2022-07-06
Просмотров: 22
Описание:
কালাভান্তিন দূর্গ,ভারত। 🇮🇳
কালাভান্তিন দুর্গ ভ্রমণ যেমন রোমাঞ্চকর, তেমনি বিপদজনকও। এখানে ট্রেকিংয়ের ক্ষেত্রে দুর্ঘটনায় মৃত্যুর হাতছানি রয়েছে পদে পদে। তারপরও থেমে নেই ট্রেকাররা। মৃত্যুকে খুব কাছ থেকে দেখার লোভ সামলাতে পারেন না কিছুতেই।
কালাভান্তিন দুর্গে ট্রেকিং করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারানোর খবর এসেছে মাঝে মাঝেই। ২০১৬ সালের ডিসেম্বর মাসে রচিতা গুপ্তা ট্রেকিং করতে গিয়ে প্রাণ হারান। ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে পুনের ট্রেকার চেতন ধাণ্ডে দুর্গের চূড়া থেকে পড়ে মারা যান।
চেতন ধাণ্ডের মৃত্যুর পর স্থানীয় প্রশাসন ট্রেকারদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন কিছু নিয়ম চালু করে। আরোহণের পূর্বে ২০ রুপি এবং ব্যক্তিগত বিবরণী নিবন্ধন আকারে স্থানীয় প্রশাসনের কাছে জমা দিতে হবে। বিকাল পাঁচটা থেকে সকাল ছ'টা পর্যন্ত ট্রেকিং সম্পূর্ণ নিষিদ্ধ। অন্ধকারের সময় ট্রেকিং তো দূরের কথা, ঐ এলাকায় প্রবেশ পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে।
অনুমোদিত সময়ে শুধুমাত্র স্থানীয় গাইডের সহায়তায় ট্রেকিং করা যায়। প্রশাসন ৫০ জন স্থানীয় গাইডকে এজন্য বিশেষভাবে প্রশিক্ষণ দিয়েছে। এছাড়া ট্রেকারদের জন্য প্লাস্টিকের বোতল এবং প্লাস্টিকের ব্যাগ ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
আমার খুব ইচ্ছা YouTube এ ভিডিও বানাবো Vlog ভিডিও Funny ভিডিও কিন্তু কথায় আছে না মানুষের সব স্বপ্ন পূরণ হয়না ঠিক তেমনি আমার ইচ্ছা তাও পূরণ হবে না হয়তো....
আমি গ্রামে বড় হচ্ছি এখনে এই সব করা মানে মেয়ে খারাপ কাজ করছে এমনটাই ভাবে কিন্তু এমন না জিনিস গুলো তাদের কে বুঝাবে তাই স্বপ্ন স্বপ্ন ই রয়ে গেল😌
সবাই আমার জন্য দোয়া করবেন.............🙂💓
চাইলে Facebook a follow korte paren:https://www.facebook.com/profile.php?id=10...
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: