আনিসা ডেইরি ফার্মে শতভাগ হালাল ও স্বাস্থ্যসম্মতভাবে পরিচর্যার মাধ্যমে গরুকে কোরবানির উপযোগী করে গড়ে
Автор: Anisa Dairy Farm
Загружено: 2020-07-19
Просмотров: 2104
Описание:
আনিসা ডেইরি ফার্ম থেকে কুরবানির গরু কেনার বিশেষ সুবিধা হচ্ছে, আজকে গরু কিনে আপনারা চাইলে ঈদের আগের রাত পর্যন্ত এই খামারেই গরু রাখতে পারবেন, এই সময়ে গরুর খাবার ও পরিচর্যার সমস্ত খরচ খামার মালিক বহণ করবে। আর গরু বাসায় ডেলিভারি করবে খামার মালিকের লোকজন এজন্যও আপনাদের কোন বাড়তি টাকা দিতে হবে না। এই সুযোগ মিস না করে আজই আনিসা ডেইরি ফার্মে এসে কোরবানির গরু কিনে ফেলুন।
আমাদের খামারে হালাল ও স্বাস্থ্যসম্মত ভাবে পরিচর্যার মাধ্যমে গরুকে কোরবানির উপযোগী করে গড়ে তোলা হয়।
গরুকে কাঁচা ঘাস, খড় ও দানাদার খাবার হাতে তৈরী করে খাওয়ানো হয়।
আমাদের খামারে সুস্থ, সবল ও সুদর্শন গরুর সমাহার।
প্রতিদিন গরু ক্রয়ের সুযোগ (সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত)
======================================
অমরা যেকোন সময় বাংলাদেশের সর্ব প্রান্তে সকল প্রকার গ্যারান্টির সাথে কোরবানির গরু বিক্রয় করে থাকি,
যেমন ব্যাংকের মাধ্যমে টাকা লেনদেন, নিজস্ব পরিবহন, দক্ষ লোক দিয়ে ফার্মে গরু পৌছে দেয়া হয়।
======================================
আগ্রহী ক্রেতাগণ আমাদের ফোন নাম্বারে ফোন করে অথবা সরাসরি আমাদের খামারে এসে যোগাযোগ করতে পারবেন।।
যেকোন প্রয়োজনে মোবাইল ফোনে যোগাযোগ করতে পারবেন।
ঢাকা ও ঢাকার আশপাশের যেকোন এলাকা থেকে যোগাযোগ করতে পারবেন।
যোগাযোগের ঠিকানাঃ
"আনিসা ডেইরি ফার্ম"
নলভোগ (বালুর মাঠ) তুরাগ, উত্তরা, ঢাকা- ১২৩০
(ঢাকা উত্তর সিটি কর্পোরশন, ৫৩ নং ওয়ার্ড)
প্রোপাইটরঃ মোঃ আনোয়ার হোসেন
যে কোনো প্রয়োজনে ফোন করুনঃ 01711583635,
ম্যানেজারঃ আব্দুর রশিদ, 01922052525
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: