অপ্রাপ্ত বয়স্কদের পাসপোর্ট করার নিয়ম ।। Requirements for e-passport of a child
Автор: Ananda Ullash
Загружено: 2019-03-21
Просмотров: 16999
Описание:
অপ্রাপ্ত বয়স্কদের পাসপোর্ট করার নিয়ম ।। Requirements for e-passport of a child
ঢাকায় ৫টি আঞ্চলিক পাসপোর্ট অফিস রয়েছে। এখান থেকে অপ্রাপ্ত বয়স্কদের (১৫ বছরের কম) মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) দেয়া হয়। অফিসগুলো হল আগারগাঁও, উত্তরা, সচিবালয়, যাত্রাবাড়ী, ক্যান্টনমেন্ট। এ এলাকার আওতায় স্থায়ী-অস্থায়ীভাবে বসবাসকারী ব্যক্তিরা পাসপোর্ট করতে পারবেন। এছাড়াও ঢাকার বাইরেও বিভিন্ন জেলায়ও অপ্রাপ্ত বয়স্করা পাসপোর্ট করতে পারবেন।
আবেদন করার নিয়ম : পাসপোর্ট করার জন্য অনলাইন ও নির্ধারিত ফরমের মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাষিত ও রাষ্ট্রায়ত্ত সংস্থার স্থায়ী কর্মকর্তা/কর্মচারী, অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী ও তাদের নির্ভরশীল স্বামী/স্ত্রী এবং সরকারি চাকরিজীবীদের সন্তানদের নতুন পাসপোর্টের জন্য একটি আবেদনপত্র। আর অন্যান্যদের ক্ষেত্রে আবেদনপত্র ২ কপি নির্ভুলভাবে পূরণ করতে হবে।
কী কী কাগজ লাগবে : অপ্রাপ্ত বয়স্কদের ৫৫›৪৫ মিমি. রঙিন ২ কপি ছবি ও পিতা ও মাতার ৩০›২৫ মিমি. ৪ কপি রঙিন ছবি আবেদনপত্র দুটির ওপর আঠা দিয়ে লাগিয়ে ১ম শ্রেণীর কর্মকর্তার সত্যায়িত করতে হবে। টাকার রিসিভ কপি মূল কপির উপরে আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে। জন্মনিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি। চেয়ারম্যান/কাউন্সিলরের সনদপত্র। বর্তমান/স্থায়ী ঠিকানার বিদ্যুৎ বিলের কপি।
ফি কত লাগবে : কয়েকটি ব্যাংকের মাধ্যমে টাকা জমা দিতে পারবেন। যেমন- ওয়ান ব্যাংক, ব্যাংক এশিয়া, ট্রাস্ট ব্যাংক, সোনালী ব্যাংক। সাধারণ পাসপোর্টের ক্ষেত্রে ৩ হাজার ও ভ্যাট ৪৫০ টাকা। এটি পেতে সময় লাগবে ২১ দিন। জরুরি করতে হলে ৬ হাজার টাকা ও ৯শ’ টাকা ভ্যাট। এটি পেতে সময় লাগবে ১১ দিন। সবকিছু ঠিকঠাক থাকলে আপনাকে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। তারপর আপনি পাসপোর্টটি আনতে পারবেন। আরও বিস্তারিত জানতে www.dip.gov.bd-এ ওয়েবসাইটে প্রবেশ করুন।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: