সুদের পরিনতি।। শিক্ষনীয় ভিডিও। সুদ বর্জন করো। আল্লাহকে আঁকড়ে ধর। আমান উল্লাহ।।চিরন।।
Автор: Aman ullah
Загружено: 2023-05-26
Просмотров: 257
Описание:
সুদের পরিনতি।। শিক্ষনীয় ভিডিও। সুদ বর্জন করো। আল্লাহকে আঁকড়ে ধর। আমান উল্লাহ।।চিরন।।
সুদ খাওয়া কি?
সুদের মাসআলা কি?
সুদ খেলে কি হয়?
সুদের ব্যাপারে কুরআনের বাণী---
আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। (সুরা : বাকারা, আয়াত : ২৭৫)
সুদ সংশ্লিষ্ট সবাই অভিশপ্ত : সুদের সঙ্গে জড়িত সবাইকে নবীজি (সা.) অভিশাপ দিয়েছেন।
বর্ণিত হয়েছে, ‘যে সুদ খায়, যে সুদ খাওয়ায়, যে সাক্ষী থাকে এবং যে ব্যক্তি সুদের হিসাব-নিকাশ বা সুদের চুক্তিপত্র ইত্যাদি লিখে দেয় সবার প্রতি রাসুলুল্লাহ (সা.) লানত করেছেন।’ (তিরমিজি, হাদিস : ১২০৬)।
সুদখোরের বরজখি জীবনের শাস্তি : সুদখোরকে মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত বরজখি জীবনে আজাব দেওয়া হবে। তার আজাব হবে—তাকে এমন নদীতে সাঁতার কাটতে হবে, যার পানি হবে রক্তের মতো লাল এবং তাতে তার ওপর পাথর নিক্ষেপ করা হতে থাকবে। (বুখারি, হাদিস : ১৩৮৬)
সুদখোরের পেট সাপে পরিপূর্ণ : রাসুল (সা.) বলেছেন, মেরাজের রাতে আমি এমন কিছু লোক দেখতে পেলাম, যাদের পেটগুলো বিশাল ঘরের মতো সামনের দিকে বের হয়ে আছে। তা ছিল অসংখ্য সাপে পরিপূর্ণ। যেগুলো পেটের বাইরে থেকে দেখা যাচ্ছিল। আমি জিজ্ঞেস করলাম, হে জিবরাঈল, এরা কারা? তিনি জবাবে বলেন, এরা সুদখোরের দল। (মুসনাদে আহমাদ, হাদিস : ৮৬৪০)
সুদখোর কিয়ামতের দিন যে অবস্থায় উঠবে : কিয়ামতের দিন সুদখোর পাগলের মতো উঠবে। ইরশাদ হয়েছে, ‘যারা সুদ খায় তারা (কিয়ামতের দিন) সেই ব্যক্তির মতো দাঁড়াবে, যাকে শয়তান স্পর্শ করে পাগল করে। এটা এ জন্য যে তারা বলে, ক্রয়-বিক্রয় তো সুদের মতোই...।’ (সুরা : বাকারা, আয়াত : ২৭৫)
মহান আল্লাহ সবাইকে সুদ থেকে হেফাজত করুন। আমিন।
#amanullah ##সুদখোর #শীক্ষনীয়_ভিডিও
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: