"তথ্য মন্ত্রীর ছেলের জন্মদিনে তিনশো টাকার শাড়ি পড়ে এসেছো, লজ্জা লাগছে না?”বাক্যটা কর্ণকুহরে আসতেই,,,
Автор: BE Motivation Story
Загружено: 2025-06-19
Просмотров: 10892
Описание:
"তথ্য মন্ত্রীর ছেলের জন্মদিনে তিনশো টাকার শাড়ি পড়ে এসেছ, লজ্জা লাগছে না?” বাক্যটা কর্ণকুহরে আসতেই থমকে যায় রুশিতা। রুশিতা আশেপাশে তাকিয়ে দেখল সবাই তার দিকে তাকিয়ে আছে। সে লজ্জায় মাথা নিচু করে নিল। তার অপরাধ কিছুক্ষণ আগে তথ্য মন্ত্রীর বড়ো ছেলে তার তিন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর শরীরে আঘাত করেছিল। সেখানে রুশিতা বাধাগ্রস্ত হয়ে দাঁড়ায়। যার ফলস্বরূপ তথ্য মন্ত্রী তুরাব ওয়াহিদ রুশিতাকে ভরা জন্মদিনের অনুষ্ঠানে অপমান করতে দ্বিধাবোধ করল না। লজ্জায় অপমানে রুশিতার কাঁদতে ইচ্ছে করছে। কিন্তু সে কাঁদবে না। কাঁদার মতো মেয়ে সে না।
রুশিতা তুরাব ওয়াহিদের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, “লজ্জা লাগবে কেন, স্যার? আমি আমার আব্বুর সৎ পথের উপার্জনের টাকায় শাড়িটা কিনেছি। আমি কোনো অবৈধ পথের টাকায় এই শাড়ি কিনি নি। আমার আব্বুর সামর্থ যতটুকু আছে তার মধ্যেই আমি জিনিসপত্র কেনার চেষ্টা করি। সৎ টাকায় জিনিস কিনব,,,,,,,
🔘🔘🔘🔘🔘🔘🍀🍀🔘🔘🔘🔘🔘
👉গল্পের ২য় পর্বের লিংক ❤️ • “যদি ভালোবাসার মানুষের প্রতি বিশ্বাস না থা...
👉গল্পের ৩য় পর্বের লিংক ❤️
• "তুমি এই বিয়েটা মন থেকে করছ তো রুশিতা? তোম...
🔘🔘🔘🔘🔘🔘🍀🍀🔘🔘🔘🔘🔘
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: