প্রথম এক বছর ব্রহ্মপুত্র ব্লাড সোসাইটি
Автор: ব্রহ্মপুত্র ব্লাড কল্যাণ সোসাইটি
Загружено: 2018-09-27
Просмотров: 206
Описание:
“ব্রহ্মপুত্র ব্লাড সোসাইটি,ময়মনসিংহ”একটি স্বেছায় রক্তদাতাদের সংগঠন।সংক্ষেপে বিবিএস...
২০১৬ সালের ১৪ই অক্টোবর সংগঠনটির যাত্রা শুরু হয়।প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটির উদ্দেশ্য ছিলো,স্বেচ্ছায় রক্ত দেওয়া এবং মানুষকে রক্তদানে সচেতন ও উৎসাহিত করা।
প্রতিষ্ঠান কেন্দ্রিক বিভিন্ন সংগঠন থাকলেও,সর্বস্তরের মানুষ রক্ত সংগ্রহ নিয়ে কাজ করতে পারে এমন সংগঠন ময়মনসিংহে ছিলো।সর্বস্তরের মানুষকে এক করে রক্ত সংগ্রহের কাজকে আরও সুদৃঢ় করার প্রত্যয় নিয়েই যাত্রা শুরু করে “ব্রহ্মপুত্র ব্লাড সোসাইটি”
প্রথম বছরে সংগঠনটি প্রায় ২০০০ ব্যাগ রক্ত সংগ্রহ করে মানুষকে দিয়েছে।শুধুমাত্র ২০১৭ সালেই প্রায় ১৭০০ ব্যাগ রুক্ত সরবরাহ করেছে।
রক্ত সংগ্রহ ছাড়াও সংগঠনটি বিভিন্ন সচেতনতামূলক এবং সামাজিক কর্মকান্ড করে যাচ্ছে।
১৪ই অক্টোবর ২০১৭ তারিখে “ব্রহ্মপুত্র ব্লাড সোসাইটি”র ১ম প্রতিষ্ঠাবার্ষিকী।এই এক বছরে সংগঠনটি ১২ টি “বিনামূল্যে ব্লাড গ্রুপিং” ক্যাম্পেইন করে।যেগুলোতে রক্তের গ্রুপ নির্ণয় ছাড়াও রক্তদানে মানুষকে উৎসাহী এবং সচেতন করতে বিভিন্ন আলোচনা করা হয়।যারমধ্যে ময়মনসিংহ শহরে ৮ টি এবং থানা/আঞ্চলিক পর্যায়ে ৪টি।
জয়নুল আবেদিন পৌর পার্কে ৪টি ক্যাম্পেইন করা হয়,
*৪ নভেম্বর ২০১৬
*১৬ই ডিসেম্বর ২০১৬
*২৬শে মার্চ
*পহেলা বৈশাখ
এছাড়াও ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে,শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজন করা হয়,বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী।
আন্তর্জাতিক শিল্প ও বাণিজ্য মেলায় চলে ৩ দিন ব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়।তাছাড়া শহরের বিভিন্নত প্রতিষ্ঠানেও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়,তার মধ্যে “মোমেনশাহী এতিমখানা”ও“মাটি বাংলাদেশ” উল্লেখযোগ্য।
থানা এবং আঞ্চলিক পর্যায়েও বেশ কিছু “ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন” করা হয়।
*পরানগঞ্জ
*ফুলপুর বালিয়া মাদ্রাসা বড়সভা
*ইশ্বরগঞ্জ বইমেলা
এবং *ইশ্বরগঞ্জ মাইজবাগ বাজার উল্লেখযোগ্য।
২০১৬ সালে শীতার্থ মানুষের মাঝে বিতরন করে শীতবস্ত্র।
২০১৭ সালের রমজান মাসে “শম্ভূগঞ্জ এতিমখানা”এ আয়োজন করা হয়,ইফতার মাহফিলের।যেখানে প্রায় দেড়শত এতিম ছেলেদের সাথে নিয়ে ইফতার করে এবং রাতের খাবার খায় “ব্রহ্মপুত্র ব্লাড সোসাইটি”র সদস্যরা।
কিছুদিন আগে হয়ে যাওয়া বন্যায় বন্যার্ত মানুষকে সহায়তা করতে এগিয়ে আসে “ব্রহ্মপুত্র ব্লাড সোসাইটি”।তাদের সাথে যোগ দেয় আরোও কিছু স্বেচ্ছাসেবী সংগঠন।বিভিন্ন জায়গা থেকে অর্থ সংগ্রহ করে প্রায় সাড়ে চারশত অসহায় বন্যা কবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করে।
সদস্যদের মনকে সতেজ রাখার জন্য “ব্রহ্মপুত্র ব্লাড সোসাইটি” আয়োজন করে বিভিন্ত রকম অনুষ্ঠানের।তারমধ্যে “স্বেচ্ছাসেবীদের মিলন মেলা” “সুসং দুর্গাপুর আনন্দভ্রমণ” উল্লেখযোগ্য.২০১৬ সালের ২০ নভেম্বর আয়োজন করা হয় “স্বেচ্ছাসেবীদের মিলন মেলা” যেখানে ময়মনসিংহের স্বেচ্চাসেবক ও “ব্রহ্মপুত্র ব্লাড সোসাইটি”র সদস্যরা উপস্থিত ছিলো।
২০১৭ সালের ৪ঠা আগস্ট আয়োজন করা হয় “সুসং দুর্গাপুর আনন্দভ্রমণ”।যেখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে স্বেচ্ছাসেবীরা এসে আনন্দভ্রণে যোগ দেয় “ব্রহ্মপুত্র ব্লাড সোসাইটি”র সদস্যদের সাথে।
“ব্রহ্মপুত্র ব্লাড সোসাইটি”র কার্যক্রম পরিচালনা করার জন্য রয়েছে একটি ছোট কার্যালয়।
সব মিলিয়ে “ব্রহ্মপুত্র ব্লাড সোসাইটি,ময়মনসিংহ” সফলতা ও সম্মানের সাথে এগিয়ে চলছে সামনে...
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: