নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর প্রধান কার্যালয় কোটি টাকার ঘু-ষ লেনদেন:গো-পন ভিডিও ফাঁস
Автор: MD Nurul Amin
Загружено: 2025-09-10
Просмотров: 139
Описание:
নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর প্রধান কার্যালয় কোটি টাকার ঘু-ষ লেনদেন:গো-পন ভিডিও ফাঁস
#foryou #viral #comedy #trending #news
#nurulaminrajunews #নুরুলআমিনরাজু #viralvideo #nurulaminraju #mdnurulamin
গত ২৭ জুলাই ২০২৫, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর প্রধান কার্যালয় (যা মতিঝিলে অবস্থিত) এই দুর্নীতির ঘটনাটি গোপন ক্যামেরায় ধারণ করা হয়।
বিআইডব্লিউটিএ এর নৌ সংরক্ষণ এবং পরিচালন বিভাগের জ্বালানি তেল এর ঠিকাদারি কাজ দেয়ার বিনিময়ে উৎকোচ লেনদেনে জড়িত ব্যক্তিরা হলেন, টেন্ডার কমিটির আহবায়ক অতিরিক্ত পরিচালক আব্দুর রহিম এবং নারায়ণগঞ্জ শাখার সিপিএস ওবায়দুল করিম খান।
তাঁরা বিআইডব্লিউটিএ ভবনে একজন ঠিকাদারকে চাপ দিচ্ছেন, বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফার ভগ্নিপতি (কাজিনের স্বামী) জনাব বীনা'কে ঠিকাদারি কাজের লভ্যাংশের তিন ভাগের এক ভাগ দেয়ার জন্যে।
মূলত এই চক্র ঠিকাদারদের আর্থিক লেনদেনের বিনিময়ে কাজ পাইয়ে দেয়, এবং কাজ দেয়ার পর নিজেদের টাকা এভাবেই আদায় করে নেয়।
অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে এই বীনা এবং নৌ সংরক্ষণ এবং পরিচালন বিভাগের পরিচালক (ডিসিপি) মোঃ শাহজাহান এবং উপরে উল্লিখিত দুই কর্মকর্তার চক্র মোটা অংকের অর্থের বিনিময়ে এই প্রক্রিয়ায় বিভিন্ন অযোগ্য প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেন। বিআইডব্লিউটিএ ভবনে বীনা' সংস্থাটির চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফার ভগ্নিপতি হিসেবেই পরিচিত, এবং এই পরিচয় ব্যবহার করেই তিনি ও তাঁর চক্রে সদস্যরা বিআইডব্লিউটিএ ঘিরে রীতিমতো এক দুর্নীতির আখড়া পরিচালনা করছেন।
এ বিষয়ে জানতে আমি কমডোর আরিফ আহমেদ মোস্তফার সাথে যোগাযোগ করি। তিনি জানান জনাব বীনা তাঁর 'কাজিনের স্বামী' এবং তিনি গতবছর তাঁকে দেখেছেন, তিনি উল্লেখ করেন তখন বীনা ক্যান্সার আক্রান্ত ছিলেন, তাই তিনি কাজ দেয়ার চেষ্টা করবেন এমন কিছু হয়তো বলেছেন। কিন্তু বর্তমানে তাঁর সাথে বীনার কোন যোগাযোগ নেই বলে দাবি করেন তিনি। বীনার এধরনের অনৈতিক আর্থিক লেনদেনের বিষয়ে তিনি কিছুই জানেন না বলে আমাকে জানিয়েছেন।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: