লাউ গাছের পাতাছিদ্রকারী লাল পোকা রেড পাম্পকিন বিটল দমন করুন। || Red pumkin
Автор: হৃদয়ে কৃষি
Загружено: 2024-10-05
Просмотров: 3339
Описание:
সবজির পাতা ছিদ্রকারী পোকা রেড পাম্পকিন বিটল। কলিউপটেরা বর্গের এই পোকা দেখতে লাল বর্ণের। দিনের বেলা সূর্যের প্রচন্ড তাপে পাতার আড়ালে লুকিয়ে থাকতে দেখা যায়। হালকা ছায়া এবং রাতের বেলা এই পোকা সবজি গাছের পাতা খেয়ে ঝাঝরা করে ফেলে। এই পোকার বাচ্চাকে গ্রাব বলে। গ্রাব এবং পূর্ণাঙ্গ উভয় অবস্থায় গাছের পাতা খেয়ে থাকে। এই পোকা দমন করতে সবজি গাছের গোড়ার আগাছা পরিষ্কার করে রাখতে হবে। কারণ এই পোকা আগাছার মধ্যে আশ্রয় নিয়ে তাদের জীবনচক্র সম্পন্ন করে থাকে।
দমন: এই পোকা দমনে মেহগনি বীজ কুচি করে কেটে সিদ্ধ করে ছাকনি দিয়ে ছেকে পানি আলাদা করে এর সাথে ডিটারজেন্ট মিশিয়ে আবার ছেকে স্প্রে মেশিন এ ভরে স্প্রে দিলে এই পোকা দমন করে রাখা যায়। আক্রমণের মাত্রা বেড়ে গেলে কীটনাশক হিসেবে সাইপারমেথ্রিন + ক্লোরোপাইরিপস গ্রুপের কীটনাশক যেমন ম্যাজিক/কট/নাইট্রো যেকোন ১টি প্যাকের গায়ের লেবেল দেখে পরিমান মত পানিতে মিশিয়ে বিকাল বেলা পাতায় স্প্রে দিতে হবে। স্প্রে দেওয়ার সময় অবশ্যই মুখে মাস্ক লাগিয়ে নিবেন।
লাউ-কুমড়ার রেড পামকিন বিটল এর আক্রমণ ও এর জৈবিক এবং রাসায়নিক দমন।
লাউ - কুমড়া চারা গাছের রেড পামকিন বিটল সহজেই দমন।
লাউ - কুমড়া চারা গাছের রেড পামকিন বিটল সহজেই দমন।
Red pumpkin||Epilachna beetle||লাল পোকা||কাঁঠালে পোকা||
লাল বিধ্বংসী পোকা-Red Pumpkin Beetle দমনে100% কার্যকর জৈব রাসায়নিক পদ্ধতি
#লাউ #পোকা #agriculture
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: