চাচার হাল জমি চাষে
Автор: SABUJ ALL TIME
Загружено: 2025-08-01
Просмотров: 230
Описание:
গরিবের দুঃখ বোঝার কেউ নেই — এই কথাটি একটি তীব্র বাস্তবতাকে তুলে ধরে। সমাজে ধনী-দরিদ্রের ব্যবধান দিন দিন বাড়ছে। গরিব মানুষদের জীবনে দুঃখ যেন প্রতিনিয়ত লেগেই থাকে—অভাব, অনাহার, চিকিৎসার অভাব, শিক্ষার সুযোগ না পাওয়া, বঞ্চনা, আর সামাজিক অবহেলা।
তাদের কষ্ট কেউ বোঝে না, বোঝার চেষ্টাও করে না। অনেক সময় তারা মানবেতর জীবন যাপন করে, অথচ সমাজের প্রভাবশালী মানুষগুলো চোখ ফিরিয়ে নেয়। গরিবের কান্না যেন নীরব – যার কোনো শব্দ নেই, কোনো মূল্য নেই।
এই ডিসক্রিপশনে গরিব মানুষের প্রতি সহানুভূতি জাগানোর আহ্বান রয়েছে। আমরা যদি তাদের পাশে দাঁড়াই, তাদের প্রতি ভালোবাসা ও সহানুভূতি দেখাই, তবে সমাজে ন্যায়ের আলো ছড়াতে পারে। গরিবের দুঃখ কেউ না বোঝে—এই নিষ্ঠুর সত্য বদলানো আমাদেরই দায়িত্ব।
#গরিবের #চাষাবাদ #দুঃখের_গল্প #ছন্দ_মালা #টিকটক
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: