গরিব ছেলের প্রতিশোধ ❤️ | Viral Best Video |
Автор: MAX STORY
Загружено: 2025-12-13
Просмотров: 17
Описание:
🎬 ABOUT THIS VIDEO:
রাজশাহীর নওদাপাড়া গ্রামটা ছিলো অনেক সুন্দর শান্ত পরিবেশ চারদিকে ধানক্ষেত দিয়ে ঘেরা।একদম শান্ত পরিবেশ, নদীর ধারে কুয়াশা, আর তার মাঝখানে থাকে আরিফ—এক সাদাসিধে, পরিশ্রমী যুবক। তার বাবা বহু বছর আগে মারা গেছেন, মা অসুস্থ, সংসার চালাতে আরিফ সারাদিন রিকশা চালায়। কিন্তু গ্রামের শান্তির ভিতর লুকিয়ে আছে এক ভয়ঙ্কর নাম—রায়হান মোল্লা। জমিদার ঘরের ছেলে, টাকার দাপট, প্রভাব, ক্ষমতা—সব তার হাতে। যার প্রতি তার রাগ, সে রেহাই পায় না। একদিন বাজারে ভিড়ের মাঝে ভুল করে আরিফের কাঁধে হেলে পড়ে রায়হান। ছোটখাটো ভুল হলেও বিষয়টা বড় করে দেখা রায়হানের স্বভাব। সে গর্জে ওঠে, “গরিবের ছেলের এত সাহস? আমার সামনে চোখ তুলে তাকাস?” এরপর সবার সামনে টেনে ফেলে মাটিতে, লাথি মারে, আর আরিফের পকেটে থাকা মায়ের ওষুধ কেনার টাকাটাও ছিনিয়ে নেয়। মানুষের ভিড়ে কেউ মুখ খোলে না—ভয়, আতঙ্ক, অভ্যাস। সেদিন রাতের অন্ধকারে বাড়ি ফিরে আরিফ দেখল তার মা কাশিতে কাহিল। আরিফের চোখ লাল। সে কোনোদিন কাউকে কষ্ট দেয়নি, অপমান করে কথা বলে না। কিন্তু আজ তার ভিতরে আগুন জ্বলছে। মায়ের হাত ধরে সে যখন ওষুধের কথা বলে, মা শুধু বললেন—“বাবা, অন্যায়কে ভয় করবি না, কিন্তু সহ্যও করবি না।” সেই কথায় আরিফের ভিতরের আগুন স্থির হলো। সে প্রতিশোধ নেবে—কিন্তু কীভাবে? সে তো রায়হানের মতো প্রভাবশালী নয়। অস্ত্র নেই, টাকা নেই, লোকজন নেই। সেই সময়েই তাকে খুঁজে পেলেন এক রহস্যময় বয়স্ক মানুষ—ফরহাদ মাস্টার। বাজারের চায়ের দোকানে বসে পাতলা হাসি দিয়ে বললেন, “ছেলে, তোমার চোখে আগুন দেখছি। আগুনকে দিশা না দিলে ঘর জ্বলে যায়।” আরিফ বিস্মিত হলেও বুঝল লোকটি সাধারণ নয়। ফরহাদ মাস্টার নিজেই বললেন, “প্রতিশোধের জন্য রাগ নয়, বুদ্ধি লাগে। ধৈর্য লাগে।” সেই রাতেই আরিফ তার কাছে যেতে শুরু করল। দিনে কাজ, রাতে শেখা—মানুষের দুর্বলতা, ক্ষমতাবানদের ভুল, তথ্যের শক্তি—সব তাকে শেখালেন ফরহাদ মাস্টার। ধীরে ধীরে আরিফ বুঝলো—রায়হানকে হারাতে হলে তাকে অস্ত্র দিয়ে নয়, ভুলে ফেলে, চাল দিয়ে হারাতে হবে। তারা খোঁজ নিতে থাকে রায়হানের দুর্বলতা। জানা যায়—তার অবৈধ বালু ব্যবসা, নদীর পাড় দখল, জাল কাগজপত্র… সবই গোপন অপরাধ। মাস্টারের নির্দেশে আরিফ রাতের অন্ধকারে সব ছবি–ভিডিও তুলে নেয়। এরপর একজন সাংবাদিকের হাতে সব প্রমাণ যায়। পরদিন খবর ভাইরাল—রায়হান মোল্লার অবৈধ ব্যবসা ফাঁস! গ্রামে শোরগোল, সব জায়গায় আলোচনা। রায়হান এবার ভয় পায়। কিন্তু তার রাগ আর সন্দেহ পড়ে সরাসরি আরিফের ওপর। এক রাতে তার লোকজন আরিফকে ধরে এনে গুদামে বেঁধে ফেলে। রায়হান চোখ লাল করে বলে, “তোর সাহস দেখছি! এখন তোর মায়ের পালা!” আরিফ চিৎকার করে ওঠে—“মায়ের গায়ে হাত দিলে তোর শেষ!” কিন্তু রায়হান পাষাণ, হেসে বলে, “আমাকে কেউ শেষ করতে পারে না।” ঠিক সেই মুহূর্তে দরজা ভেঙে পুলিশ ঢুকে পড়ে। আরিফ মুক্ত হয়। জানা যায়—ফরহাদ মাস্টার আন্দাজ করেই থানায় আগেই খবর দিয়েছিলেন। রায়হান আবার ধরা পড়ে, কিন্তু মুক্তি পায় কিছুদিনের মধ্যেই—তার ক্ষমতা কম নয়। আরিফ জানত—এবার শেষ আঘাত না করলে রায়হান তাকে ধ্বংস করে দেবে। তাই সে মাস্টারের সাথে আরও গভীরে অনুসন্ধান করে। জানা যায়—রায়হান বহু কৃষকের জমি জাল দলিল বানিয়ে দখল করেছে, কর ফাঁকি দিয়েছে, ঘুষ দিয়ে কর্মকর্তাদের কিনে রেখেছে। আরিফ আর মাস্টার সব তথ্য সংগ্রহ করে জেলা প্রশাসকের কাছে জমা দিল। তদন্তে সত্য বেরিয়ে আসে—সবই জালিয়াতি। অবশেষে সরকার রায়হানের সব জমি বাজেয়াপ্ত করে, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয়। গ্রামের মানুষেরা খুশিতে আত্মহারা। এতদিনের অত্যাচারী নিঃস্ব হয়ে পড়ে। রায়হানের মাথা যেন পাগল হয়ে যায়। সে রাতে আগুন লাগাতে যায় আরিফের বাড়ি। কিন্তু পুলিশ অপেক্ষায় ছিল—ফের ধরা পড়ে, এবার তার দীর্ঘ কারাদণ্ড হয়। আর ফিরে আসার সম্ভাবনা নেই। সব শেষ হলে আরিফ একদিন ফরহাদ মাস্টারকে জিজ্ঞেস করে, “মাস্টার, আপনি এতো সাহায্য করলেন কেন?” ফরহাদ মাস্টার দীর্ঘশ্বাস ফেলে বললেন—“রায়হান আমার ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে মেরে ফেলেছিল। আমি শক্তি পাইনি, প্রমাণ পাইনি। কিন্তু তোমাকে সাহায্য করে… আজ ন্যায় পেলাম। আমার ছেলের প্রতিশোধ তোমার মাধ্যমে পূর্ণ হলো।” আরিফ নীরব। চোখ ভিজে আসে দুজনেরই। দুই ভিন্ন মানুষের প্রতিশোধ—এক জায়গায় এসে মিলল। কয়েক মাস পরে গ্রামবাসী সবাই মিলে আরিফকে ইউপি সদস্য বানায়। রায়হানের হাতে থেকে ফিরে আসা জমি কৃষকদের মাঝে বণ্টন হয়। আরিফ নতুন বাড়িতে মাকে নিয়ে শান্তিতে থাকে। গ্রামে আর কোনো অত্যাচার নেই। মানুষ ফরহাদ মাস্টারকে সম্মানের চোখে দেখে—তিনি নীরব নায়ক। শেষে আরিফ মনে মনে বলে— “প্রতিশোধ নয়, আমি ন্যায় চেয়েছিলাম। ন্যায় জিতেছে।”
✅ Don’t forget to LIKE 👍, SUBSCRIBE ✔️ and hit the 🔔 to stay updated!
🔗 Want more?
► Watch our playlist: / @maxstory247
► Follow us on: faceboook.com/maxstory247
#MaxStory247 #YourMainKeyword #RelatedKeyword
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: