ডলার এন্ডোর্সমেন্ট কি? ডলার এন্ডোর্সমেন্ট সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য | Dollar endorsement
Автор: Smart BD
Загружено: 2020-10-03
Просмотров: 9679
Описание:
ডলার এন্ডোর্সমেন্ট( Dollar endorsement) কি?
এনডোর্সমেন্ট অর্থ হলো কোন কিছুর অনুমোদন দেওয়া। সে অর্থে ডলার এনডোর্সমেন্ট বলতে ডলার কেনার অনুমোদন বা সার্টিফিকেট বলতে পারেন।
আপনি ইচ্ছে করলেই ডলার কিনে বিদেশে ভ্রমণ করতে পারবেন না। ডলার কিনতে হলে ডলার আপনার পাসপোর্টে এনডোর্স করে কিনতে হবে।মানে আপনি দেশীয় মুদ্রা টাকা দিয়ে ডলার কিনলেন এবং সেটা কবে, কি পরিমান ও কার নিকট থেকে কিনলেন তার প্রমান হলো এনডোর্সমেন্ট।বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত ডিলার মানি এক্সচেঞ্জ হাউজ এবং ব্যাংক ছাড়া অন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান এর ডলার বা অন্য কোন বৈদেশিক মুদ্রা ক্রয় এবং বিক্রয় করা অবৈধ ও দণ্ডনীয় অপরাধ।
সুতরাং বুঝতেই পারছেন ডলার ব্যবহারের জন্য পাসপোর্টে ডলার এনডোর্সমেন্ট করা কেন এত গুরুত্বপূর্ণ।
ডলার কি কি ভাবে এনডোর্সমেন্ট করা যায়?
ডলার তিনভাবে এন্ডোর্সমেন্ট করা যায়। ক্যাশ, ট্রাভেলার চেক এবং কার্ড এনডোর্সমেন্ট। আপনি সরাসরি মানি এক্সচেঞ্জ হাউজ এবং ব্যাংক থেকে ডলার কিনে কিংবা ব্যাংকে নগদ টাকা জমা দিয়ে তার বিপরীতে ট্রাভেলার চেক নিয়ে পাসপোর্টে ডলার এন্ডোর্সমেন্ট করতে পারেন। আবার আপনার যদি বাংলাদেশী কোন কমার্শিয়াল ব্যাংকের মাল্টি কারেন্সি ক্রেডিট কার্ড থাকে তাহলে ক্রেডিট কার্ডের ডলার লিমিট আপনার পাসপোর্টে এনডোর্সমেন্ট করতে পারেন।
ক্রেডিট কার্ড এন্ডোর্সমেন্ট করার বিশেষ সুবিধা হচ্ছে আপনি ক্রেডিট কার্ড দেশের বাইরে ভ্রমণ করার সময় ব্যবহার করতে পারবেন আবার দেশে বসে দেশের বাইরের ই-কমার্স ট্রানজেকশন করতে পারবেন।
যেমন বিদেশী কোন ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন ফি, এডমিশন ফি দেওয়া যাবে (টিউশন ফি দেওয়া যাবে না)। আবার আলিবাবা, আলীএক্সপ্রেস কিংবা অ্যামাজনের মতো ই-কমার্স সাইট থেকে পণ্য অর্ডার করা যাবে।
ডলার এন্ডোর্সমেন্ট লিমিট কত?
বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী বাংলাদেশি পাসপোর্টধারী যেকোনো নাগরিক একটি ক্যালেন্ডার ইয়ারে ট্রাভেল কোটার অনুকূলে ১২ হাজার ডলার পর্যন্ত ডলার এনডোর্সমেন্ট করতে পারবেন।
আপনার যদি একাধিক ব্যাংকের মাল্টি কারেন্সি ক্রেডিট কার্ড থাকে তাহলে সবগুলো ব্যাংকের ক্রেডিট কার্ড,ক্যাশ ডলার এবং ট্রাভেলার চেক আপনার পাসপোর্ট-এ এনডোর্স করতে পারবেন। তবে আপনার যতগুলো ক্রেডিট কার্ড,ক্যাশ ডলার এবং ট্রাভেলার চেক এনডোর্স করেন না কেন সব মিলিয়ে ১২,০০০ ডলারের বেশি হতে পারবে না।***ই-কমার্স ট্রানজেকশনের ক্ষেত্রে একটি সিঙ্গেল ট্রানজেকশন কার্ড হোল্ডার সর্বোচ্চ ৩০০ ডলার পর্যন্ত পেমেন্ট দিতে পারবেন। এর বেশি পেমেন্ট দিতে হলে পেইমেন্ট অনুকূলে গ্রহণযোগ্য ডকুমেন্ট সংশ্লিষ্ট ব্যাংকে সাবমিট করে ব্যাংকের পারমিশন নিতে হবে।
ডলার এনডোর্সমেন্ট এর জন্য আপনার কি কি ডকুমেন্টস এর প্রয়োজন পড়বে?
ডলার এনডোর্সমেন্ট এর জন্য আপনার অবশ্যই নিজের নামের বাংলাদেশি একটি ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে।
এছাড়া ক্ষেত্রবিশেষে প্রয়োজনে এনডোর্স প্রদানকারী প্রতিষ্ঠান গ্রাহকের কাছ থেকে কিছু ডকুমেন্টস চাইতে পারে। যেমন পাসপোর্ট এর ডেটা পেইজের ফটোকপি, ভিসার ফটোকপি, এয়ার টিকিটের ফটোকপি এবং একটি ফর্ম পূরণ করা লাগতে পারে।
ডলার বা পাসপোর্ট এনডোর্সমেন্ট জন্য আপনি কোথায় যাবেন?
বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদিত ডিলার মানি এক্সচেঞ্জ হাউজ এবং ব্যাংক থেকে আপনি ডলার এনডোর্সমেন্ট করতে পারবেন।ক্রেডিট কার্ডের ডলার এনডোর্সমেন্ট এর ক্ষেত্রে ব্যাংকগুলো সাধারণত পাসপোর্ট এর ভ্যালিডিটি ডেট পর্যন্ত এনডোর্সমেন্ট করে থাকে। সে ক্ষেত্রে ক্যালেন্ডার ইয়ারে আপনার পুরো এনডোর্স করা ডলার খরচ না হলে পাসপোর্ট এর ভ্যালিডিটি ডেট পর্যন্ত কন্টিনিউ করা যাবে।
ডলার এন্ডোর্সমেন্ট এর জন্য কত খরচ হবে?
ক্যাশ ডলার এন্ডোর্সমেন্ট জন্য ৩৪৫ টাকা চার্জ প্রযোজ্য হবে। কিন্তু ক্রেডিট কার্ড এন্ডোর্সমেন্ট এর জন্য সাধারণত ব্যাংক কোন ধরনের চার্জ নেয় না।
পাসপোর্ট এনডোর্সমেন্ট এর সময় কি কি বিষয় খেয়াল রাখবেন?
ডলার বা পাসপোর্ট এন্ডোর্সমেন্ট করার সময় এনডোর্সমেন্ট প্রদানকারী প্রতিষ্ঠান সিল আছে কিনা, কোন তারিখ পর্যন্ত এন্ডোস করা হচ্ছে, কত ডলার এনডোর্স করা হচ্ছে এবং অফিসারের স্বাক্ষর আছে কিনা এই বিষয়গুলো ভালোভাবে দেখে নিতে হবে।
ডলার এন্ডোর্সমেন্ট বাতিল কিংবা সংশোধন করা যাবে কিনা?
গ্রাহক প্রয়োজনে তার পাসপোর্ট এর এনডোর্সমেন্ট বাতিল কিংবা সংশোধন করে নিতে পারেন। এর জন্য গ্রাহককে যে প্রতিষ্ঠান থেকে তিনি এনডোর্সমেন্ট করেছিলেন সেই প্রতিষ্ঠানে যোগাযোগ করতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান পাসপোর্টে ক্যানসেল লিখে তার সিল দিবে। গ্রাহক যদি এনডোর্সমেন্ট সংশোধন করতে চান তাহলে ক্যানসেল এরপর নতুন করে তার প্রয়োজন অনুযায়ী এনডোর্সমেন্ট করে নিতে পারেন।
ডলার এন্ডোর্সমেন্ট নিয়ে কারো কোন প্রশ্ন থাকলে ভিডিও এর নিচে কমেন্টস করে জানান।
আল্লাহ হাফেজ।
What is Dollar Endorsement?
How can the dollar endorsement?
What is the dollar endorsement limit?
What documents will you need for dollar endorsement?
Where do you go for dollars or passport endorsements?
How much will it cost for a dollar endorsement?
What are the things to keep in mind during passport endorsement?
Can dollar endorsement be canceled or amended?
***Please watch the video for more information....
Thanks
M R Khan Tutul
-Smart BD
#Dollar,#endorsement,#passport
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: