এক্সপ্রেস নিউজ চ্যানেলে সেপ্টেম্বর ২০২১ -এ দুর্গাপুর আড্ডা ইয়ং অ্যাসোসিয়েশন -এর ইন্টারভিউ
Автор: Durgapur Adda Young Association
Загружено: 2023-05-20
Просмотров: 71
Описание:
২০২১ সালের সেপ্টেম্বর মাসে দুর্গাপুর আড্ডা ইয়ং অ্যাসোসিয়েশন'কে এক্সপ্রেস নিউজ টেলিভিশন চ্যানেল তাদের 'সোশ্যাল এক্সপ্রেস' অনুষ্ঠানে আমন্ত্রণ জানায়। সংগঠনের পক্ষ থেকে সংগঠনের সম্পাদক শ্রী রাজেশ সেন ও কোষাধ্যক্ষ শ্রী কৃষ্ণেন্দু সেনগুপ্ত উপস্থিত হ'ন সংগঠনের কাজের কথা তুলে ধরতে।
এক ঘন্টার এই অনুষ্ঠানে এযাবতকালের কাজ, সংগঠনের দিশা এবং আগামীর লক্ষ্য সম্বন্ধে বিস্তারিত আলোচনা হয়।
সমাজের প্রান্তিক মানুষদের আর্থসামাজিক অবস্থার স্থায়ী পরিবর্তনের লক্ষ্যে ২০১৫ সাল থেকে নিরলসভাবে কাজ করে চলা এই সংগঠন, তাদের তিনটি স্থায়ী প্রয়াস (সিঞ্চন, জীবনপাঠ - ১ ও জীবনপাঠ - ২) চালিয়ে নিয়ে চলেছে শুধুমাত্র সাধারণ মানুষের সাহায্যে; এছাড়াও সারা বছর ধরে সংগঠন এমন সব বিশেষ দিনগুলি পালন করে, যার মধ্যে দিয়ে নিজ অধিকার বুঝে নেওয়ার জন্য মানুষের মনন তৈরি করা যায়।
এখানে বিশেষভাবে উল্লেখ করা প্রয়োজন যে দুর্গাপুর আড্ডা ইয়ং অ্যাসোসিয়েশন একটি রেজিস্টার্ড সামাজিক সংগঠন, রেজিস্টার্ড এনজিও নই (মানে আমাদের অর্থ সাহায্য করলে ট্যাক্স ছাড় পাওয়া যায়’না); আসলে আমরা চাইনি মাছের তেলে মাছ ভাজতে, ট্যাক্স ছাড় পাওয়ার জন্য নয় মানুষ আমাদের পাশে দাড়ান সামাজিক দায়িত্ববোধ থেকে এটাই আমরা চেয়েছি।
আমাদের পাশে দাঁড়াতে, আমাদের কর্মপ্রয়াসে শক্তি জোগাতে, আমাদের ব্যাংক একাউন্টে আপনার সামর্থ্য অনুযায়ী আর্থিক সাহায্য করতে পারেন। নিচে আমাদের সংগঠনের ব্যাংক একাউন্ট ডিটেলস বিস্তারিতভাবে দিলামঃ
Account Holders’ Name: Durgapur Adda Young Association
Account Number: 018801011006
Name of Bank: ICICI Bank
Bank Address: Ground Floor, opp central library, City Centre Durgapur- 712316
IFSC Code: ICIC0000188 (5th, 6th, 7th, and 8th letter is ZERO and not English alphabet O)
“Every RUPEE count “. So, even if you can donate as little as Re 1/-, please don’t hesitate to donate that.
We will remain equally thankful to you too for making that much effort.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: