ভালো আছি বলি কিন্তু ভালো নেই । মহাদেব সাহা । ফাতিন হাসনাত রহমান
Автор: Fatin Hasnat Rahman
Загружено: 2023-12-04
Просмотров: 222
Описание:
ভালো আছি বলি কিন্তু ভালো নেই
মহাদেব সাহা---ধূলোমাটির মানুষ
ভালো আছি বলি কিন্তু ভালো নেই চেয়ে দেখো
আমার ভিতরে কোথায় নেমেছে ধস,
কোথায় নেমেছে ঘোর কালো!
দেখো আমার ভেতরে এখন প্রবল গ্রীষ্মকাল
খরা আর খাদ্যের অভাব; ভালো করে চেয়ে দেখো
আমার ভিতরে সমস্ত কেমন তন্দ্রাচ্ছন্ন, ভগ্ন ও ব্যথিত
ঠিক যে আঁধার তাও নয় মনে হয় মধ্যাহ্নে অকালসন্ধ্যা
অস্তমিত সকল আলোর উৎস;
ভালো আছি বলি কিন্তু ভিতরে যে লেগেছে হতাশা
লেগেছে কোথাও জং আর এই মরচে-পড়া লোহার নিঃশ্বাস
গোলাপ ফুটতে গিয়ে তাই দেখো হয়েছে ক্রন্দন,
হয়েছে কুয়াশা!
আমি কি অনন্তকাল বসে আছি, কেন তাও তো জানি না
চোখে মুখে উদ্বেগের কালি, থেকে থেকে ধূলিঝড়
আতঙ্কের অন্তহীন থাবা; ভিতরে ভীষণ গোলযোগ
ভালো আছি বলি কিন্তু ভালো নেই চেয়ে দেখো
ভিতরে কেমন কোলাহল উদ্যত মিছিল
ঘন ঘন বিক্ষুব্ধ শ্লোগান, ডাক-তার-ব্যাঙ্ক ধর্মঘট
হরতালপ্লাবিত দেখো আমার ভিতরে এই এভেন্যু ও পাড়া,
হঠাৎ থমকে আছে ব্যস্ত পথচারী যেন কারফিউতাড়িত
আমার ভিতরে এই ভাঙাচোরা, দ্বন্দ্ব ও দুর্যোগ;
দেখো অনাহারপীড়িত শিশু
দেখো দলে দলে দুর্ভিক্ষের মুখ
ভালো আছি বলি কিন্তু ভালো নেই চেয়ে দেখো
ভিতরে কী অস্থির উন্মাদ, ভিতরে কী নগ্ন ছেঁড়া ফাড়া!
▷ Title: ভালো আছি বলি কিন্তু ভালো নেই
▷ Album: ধূলোমাটির মানুষ
▷ Artist: ফাতিন হাসনাত রহমান
▷ Poetry: মহাদেব সাহা
Contact: https://www.facebook.com/fatiinhasnat.rahman
Copyright © Fatin Hasnat Rahman/2023
Background Music Copyright to Owner:
Music Link: • Bihag | Vilamvit Gat | Teentaal
Owner: Prithwidev Bhattacharyya
#বাংলা_কবিতা
#মহাদেব_সাহা
#বাংলা_সাহিত্য
#কবিতা_আলোচনা
#বাংলা_প্রেমের_কবিতা
#বাংলা_কবিতা_রচনা
#কবিতা_পাঠ
#প্রেমের_কবিতা
#বাংলা_গানের_কবিতা
#কবিতা_শিল্প
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: