চাঁদগাজী গরু হাট।
Автор: কৃষিবাড়ি
Загружено: 2025-11-02
Просмотров: 147
Описание:
আমি আবদুল্লাহ আল মামুন।প্রাণিসম্পদ সেবাকর্মী। প্রাণিসম্পদ দুগ্ধ উন্নয়ন প্রকল্প।দেশের অার্থসামাজিক উন্নয়নে প্রান্তিক তৃণমূল গ্রামীণ পরিবেশ গড়ে উঠা প্রান্তিক খামারীদের গল্প তুলে ধরি।দেশের অার্থসামাজিক উন্নয়নে এই খামারী বিরাট ভূমিকা পালন করে যাচ্ছে।সাধারণ কৃষকের পাশাপাশি দেশের মানুষের আমিষের চাহিদা মেটানোর জন্য ধনীরা এগিয়ে আসছেন কৃষি খাতে।ছাগলনাইয়া পৌরসভার বিশিষ্ট শিল্পপতি শিক্ষানুরাগী আরেফিন আজাদ চৌধুরী ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মাধ্যমে অনুপ্রাণিত হয়ে এলাকা গরু ছাগল হাঁস মুরগি ভেডা খামার গড়ে তুলেছেন।তারঁ খামারের উন্নতজাতের গাভী পাশাপাশি মোটাতাজা গরু লালন পালন করা হচ্ছে।মহিষের খামার দিয়ে যাত্রা শুরু করলে ধাপে ধাপে উন্নতজাতের গাভী ও মোটাতাজা দিকে মনোনিবেশ করেন।বর্তমানে তাঁর খামারে ২০০টি গরু,৫০০০ মুরগি,২০০০হাঁস,২০০টি ছাগল ভেডা পাশাপাশি, জার্মান শের্ফাড় কুকুর বিড়াল সৌখিন পাখি রেখেছেন।
প্রাণিসম্পদ দপ্তরে তথ্যমতে ছাগলনাইয়া উপজেলা দুগ্ধ খামার গড়ে উঠেছে।দৈনিক ছোটবড় সব খামার মিলিয়ে ৩৫০০ লিটার দুধ উৎপাদিত হয়।উৎপাদিত দুধ স্থানীয় বাজারে চাহিদা মিটিয়ে জেলা সদরে পাইকারী খুচরা বিক্রি করা হয়।প্রতিবছর কোরবানি সামনে রেখে গরু মোটাতাজা খামার থেকে গরু সরবারাহ করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এলডিডিপি অার্থিক কারিগরী সহায়তা পাচ্ছে ছোটবড় খামারীরা।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: