bhalobasa basi | ভালোবাসাবাসি পাচ্ছেনা | bhalobasabasi | bhalo basa basi | Saikat Bandyopadhyay
Автор: Saikat Bandyopadhyay
Загружено: 2017-07-15
Просмотров: 372235
Описание:
ভালবাসাবাসি পাচ্ছে না শুধু
চল পাশপাশি হাঁটব
তুই নদী দেখে ভয় পাচ্ছিস
আমি জোর করে জলে নামব।
আমি চোখ কান বুজে থাকবই
তুই এন্তার কর শব্দ
তুই ঝাল ঝাল তুই চাওমিন
আমি পেট রোগা আমি জব্দ।
আমি জানব না কাকে ভাবছিস তুই
এক্ষুণি কাকে ভাবলি
শুধু একসাথে খাব চুড়মুড়
আর এক প্লেটে আলু কবলি।
তুই হতে চাস এক ক্যানভাস
তুই দাগ চাস তাতে স্পষ্ট
আমি জানব না তোর প্রেমিকের কথা
কাকে নিয়ে তোর কষ্ট।
তুই বৃষ্টির মতো মিষ্টি
তুই ঝর্নার মতো চঞ্চল
আমি দেখব না তোর স্তনতিল
তোর রহস্যময় অঞ্চল।
আমি ন্যালা ক্ষ্যাপা আমি উদাসীন
আমি জানব না তোর ঠিকানা
শুধু হাওয়া থেকে তুই এসেছিস
আর হাওয়ায় মিলিয়ে যাস না।
তুই বাসস্টপ নাকি মেট্রো
তুই খড়দা নাকি বেহালা
তুই কনভেন্ট তুই বহুতল
তুই ককটেল নাকি পেয়ালা।
তুই জলপরি তুই নষ্ট
তুই ক্ষুরধার তুই নব্য
লোকে ঠাসাঠাসি শহরের ভিড়ে
দিন রাত্রির কাব্য।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: