বৈশাখ মাসের মহিমা
Автор: কৃষ্ণকর্ণামৃত TV
Загружено: 2025-04-14
Просмотров: 3
Описание:
বৈশাখ মাসের মহিমা:
বৈশাখ মাস হিন্দু ধর্ম অনুযায়ী এক অত্যন্ত পুণ্য ও মহিমাময় মাস। এই মাসে অনেক গুরুত্বপূর্ণ ব্রত ও পূজা পালিত হয়।
তুলসী পূজার মহিমা ও জল দান:
বৈশাখ মাসে তুলসী গাছে জল দান করলে বিশেষ পুণ্য লাভ হয়।
তুলসীকে শ্রীবিষ্ণুর প্রিয় মনে করা হয়, তাই তাঁকে জল, চন্দন, ও ফুল নিবেদন করলে ভগবানের কৃপা পাওয়া যায়।
প্রতিদিন তুলসী তলায় প্রদীপ জ্বালানো এবং "ॐ वासुदेवाय नमः" মন্ত্র জপ করলে পরিবারে শান্তি ও সমৃদ্ধি আসে।
চন্দন যাত্রা:
এটি মূলত উড়িষ্যার পুরী-তে বিশেষভাবে পালিত হয়, যেখানে ভগবান জগন্নাথকে চন্দন লেপন করা হয়।
চন্দন যাত্রা শুরু হয় অক্ষয় তৃতীয়া থেকে এবং চলে প্রায় ২১ দিন।
এই সময় ভগবানকে ঠাণ্ডা রাখতে চন্দনে স্নান, পালঙ্কে শয়ন, ও জলযাত্রা (নৌকায় ভ্রমণ) করানো হয়।
নৃসিংহ চতুর্দশী:
বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় এই পবিত্র দিন।
এই দিন ভগবান নৃসিংহ (ভগবান বিষ্ণুর অর্ধসিংহ-অর্ধমানব রূপ) হিরণ্যকশিপুর বধ করেন।
এই উপলক্ষে উপবাস, পূজা ও নৃসিংহ স্তোত্র পাঠ করা হয়। এই ব্রত পালন করলে শত্রুর বিনাশ, কষ্ট থেকে মুক্তি ও সাহসের আশীর্বাদ মেলে।
#বৈশাখ_মাস
#তুলসী_পূজা
#চন্দন_যাত্রা
#নৃসিংহ_চতুর্দশী
#অক্ষয়_তৃতীয়া
#ভক্তিভাবনা
#হিন্দু_উৎসব
#ভগবান_নৃসিংহ
#চৈতন্য_ভক্তি
#বাংলার_সংস্কৃতি
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: