আমার আয়নাতে- চমক হাসান | Amar aynate- Chamok Hasan
Автор: Chamok Hasan
Загружено: 2018-12-30
Просмотров: 1017215
Описание:
আমাদের সহজীবনের ছয় বছর পূর্তিতে তোমার জন্য উপহার গানের ভাষায়।
‘আমার আয়নাতে’
কথা, সুর, কণ্ঠ- চমক হাসান
যার জন্য এ গান- ফিরোজা বহ্নি
হয়তো একটু এলোমেলো তুমি
হয়তো আমারও মাথার নেই ঠিক
হয়তো রোজ একই ভুল করে যাই
সোজা কাজটাও হয় এদিক-সেদিক
তবু ভুল করে রাগ করি, ভুল করে হাসি
শত ভুল ভুলে তোমাতেই ফিরে আসি
তোমার কাছেই আমি সবচে’ আয়েশী
একসাথে আমাদের বড় ভালোবাসি
আমি তোমাকে আমার আয়নাতে অনন্তকাল দেখতে চাই
তোমার আরও অনেক গল্পের অংশ হয়ে থাকতে চাই
রোজ সকালে তোমার দুচোখে খুশির ছোঁয়া মাখতে চাই
ভালবাসার বর্ণমালায় আরও অনেক গান লিখতে চাই
আমাদের এই উল্টোপাল্টা সংসারে,
অবাক হবে সবাই, কী করে জীবন চলে!
জীবনের জটিলতম ধাঁধার টুকরোগুলো
কী করে মিলিয়ে ফেলি দুজনে খেলার ছলে
দুজনে দুজনাকে আঁকড়ে ধরে
ঝড়গুলো পেরিয়ে যাই আলতো করে
তাই হঠাৎ দুরত্ব এলে, লাগে বড়ো অসহায়
ক্লান্তশ্রান্ত মন সারাক্ষণ খুঁজে ফেরে তোমায়
আমি তোমাকে আমার আয়নাতে অনন্তকাল দেখতে চাই
তোমার আরও অনেক গল্পের অংশ হয়ে থাকতে চাই
রোজ সকালে তোমার দুচোখে খুশির ছোঁয়া মাখতে চাই
ভালবাসার বর্ণমালায় আরও অনেক গান লিখতে চাই।।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: