শ্রীপুর জমিদার বাড়ি | Shreepur | Magura | মাগুরার জমিদার বাড়ি
Автор: Soptok Media
Загружено: 2022-06-26
Просмотров: 2689
Описание:
১৫০০ শতাব্দী পর্যন্ত মূলত এখানের জমিদারী ছিল নবাব আলীবর্দী খাঁর আওতায়। পরে তিনি উক্ত জমিদারী অঞ্চল সারদা রঞ্জন পালের কাছে বিক্রি করে দেন। তারপরই তিনি এখানে নিজের জমিদারী প্রতিষ্ঠা করেন। তবে এই জমিদার বাড়িটি নির্মাণ করার পূর্বে জমিদার সারদা রঞ্জন পাল চৌধুরী তার মেয়ে বিভা রানী পালের সাথে তৎকালীন যশোরের প্রভাবশালী রাজা প্রতাপাদিত্যের ছেলে উদয়াদিত্যের বিয়ে দেন। তারপর রাজা প্রতাপাদিত্যের সহযোগিতায় এই জমিদার বাড়িটি নির্মাণ করেন। কথিত আছে যে, জমিদার সারদা রঞ্জন পাল চৌধুরীর মেয়ে বিভা রানী পাল চৌধুরীকে নিয়েই কবি গুরু রবিন্দ্রনাথ ঠাকুর তার একটি উপন্যাস লিখেছিলেন। উপন্যাসটির নাম "বৌঠাকুরানীর হাট" ছিল।
গবেষকদের মতে, যশোরের রাজা প্রতাপাদিত্যের ছেলে উদয়াদিত্যের সঙ্গে বিয়ে হয় শ্রীপুরের জমিদার সারদা রঞ্জন পালের কন্যা বিভা রানী পালের। প্রতাপাদিত্য ছিলেন অত্যন্ত প্রভাবশালী রাজা, আর সারদা রঞ্জন ছিলেন তাঁর তুলনায় উদার মনের মানুষ। এ নিয়ে দু'জনের মধ্যে সম্পর্কের দূরত্ব সৃষ্টি হয়। এর প্রভাব পড়ে বিভার সংসারে। এই কাহিনীকে উপজীব্য করেই রবীন্দ্রনাথ রচনা করেন "বৌ-ঠাকুরাণীর হাট"।
তবে এখানে পাশাপাশি আরেকটি জমিদার বাড়ি ছিল। সেটি ছিল বিভূতিভূষণ দে শিকদারদের। তাদের প্রভাব ও প্রতিপত্তি পাল চৌধুরীদের চেয়ে বেশি ছিল। পাল চৌধুরীদের কিছু সম্পত্তি শিকদাররা কিনেও নিয়েছিল।
#মাগুরার_জমিদার_বাড়ি #শ্রীপুর_জমিদার_বাড়ি #মাগুরা #শ্রীপুর #শ্রীপুর_মাগুরা
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: