ফ্লাইওভার যেন মরণফাঁদ| Risky Flyover In Chittagong | Cvoice24
Автор: Cvoice 24
Загружено: 2019-01-26
Просмотров: 55
Описание:
রোড ডিভাইডার যখন মরণ ফাঁদ
রিদুয়ান হৃদয়
জীবন বাঁচানোর জন্যে রোড ডিভাইডার তৈরি করা হলেও নগরীর বিভিন্ন স্থানে নির্মিত রোড ডিভাইডারগুলো একেকটি মরণফাঁদে পরিণত হয়েছে। এ ধরনের ঝুঁকিপূর্ণ রোড ডিভাইডারগুলো সংস্কার না করায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে যাত্রীদের।
জানা গেছে, কদমতলী উড়াল সেতুর স্টেশন রোড অংশে নির্মিত রোড ডিভাইডারটির কারণে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা।
বিভিন্ন গণমাধ্যমে পাওয়া তথ্য মতে, এই পর্যন্ত কদমতলি-স্টেশন রোড ফ্লাইওভারে দুর্ঘটনা ঘটেছে ২১টি। এতে প্রাণ হারিয়েছে ৯ জনের। আহত হয়েছে অন্তত অর্ধশত।
নিউমার্কেটগামী কোন যানবাহন ফ্লাইওভারে থাকা অবস্থায় কোনভাবে বোঝার উপায় নেই সামনে একটি রোড ডিভাইডার রয়েছে। খুবই কম উচ্চতায় নির্মিত এসব রোড ডিভাইডার দূর থেকে দেখতে না পাওয়ার কারণে ঘটছে দুর্ঘটনা।
বিশেষ করে রাতের বেলায় এ জায়গাতে রোড় ডিভাইডার আছে কিনা বোঝার কোন সুযোগই নেই। যারা এ সড়কে নতুন চলাচল করছেন তারাই সবচেয়ে বেশি সমস্যার শিকার হন। দ্রুত গতিতে আসা গাড়িটি হঠাৎ করে থামাতে গেলেও বিপদ। পিছনের দিক থেকে আসা গাড়ির সাথে সংঘর্ষের আশঙ্কা থাকে।
প্রাইভেট কার চালক মো. হোসেন বলেন, এই ডিভাইডারে যদি ক্যাটস আই বাতি বা দৃশ্যমান সাইনবোর্ড দেয়া হতো তাহলে অনেক দূর থেকে যে কোনো গাড়ির চালক সহজেই বুঝতে পারতেন যে সামনে ডিভাইডার রয়েছে।
বাইশ মহল্লা কবর স্থানের পাশের এক দোকানদার সিভয়েসকে বলেন, প্রায় ছোট-বড় দুর্ঘটনার শিকার হয় ফ্লাইওভারে চলাচলরত যানবাহন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিলে দুর্ঘটনা কমে আসবে।
এ বিষয়ে নগর পরিকল্পনাবিদ ও স্থপতি আশিক ইমরানের সাথে কথা বললে তিনি সিভয়েসকে জানান, কদমতলী ফ্লাইওভারের সমস্যাটির কথা আমরা জেনেছি। এর আগেও এ ডিভাইডারের কারণে অনেকেই দুর্ঘটনার শিকার হয়েছেন। যদি যথাযথ ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ফ্লাইওভারটিতে রোড ডিভাইডার সমস্যা ছাড়াও আরো বেশকিছু নির্মাণ ত্রুটি রয়েছে। বহদ্দারহাট ফ্লাইওভারেও একাধিক সমস্যা রয়েছে। সিডিএ’র সাথে কথা হয়েছে। সমস্যাগুলো সমাধানের দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: