লাইলি মজনুর প্রেমের পাহাড় ও কবরের সন্ধান। Laily Mojnu Prem। PressPost24
Автор: PressPost24 বাংলা
Загружено: 2024-06-24
Просмотров: 34330
Описание: পাশাপাশি দুই কবরে শায়িত রয়েছে ইতিহাস বিখ্যাত মুসলিম প্রেমিক যুগল লাইলি-মজনু। যে লাইলি-মজনুর প্রেম কাহিনী সম্পর্কে সবারই কমবেশি ধারণা আছে। শেক্সপিয়ারের রোমিও-জুলিয়েট বিশ্বে যতটা বিখ্যাত, উপমহাদেশে লাইলি-মজনুর কাহিনী হয়তো তারও বেশি নামকরা! এই অমর প্রেম কাহিনী পরিচিত আমির পুত্র আর বণিক কন্যার প্রেম বিরহ নিয়ে। সেই বিরহের স্বাক্ষী হিসেবে আরবের বুকে আজো দাড়িয়ে আছে লাইলি-মজনুর এই পাহাড়টি। যেটি সৌদি আরবের দাম্মাম শহর থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে অবস্থিত। স্থানীয়রা বলছে, লাইলি-মজনুর কবর দেখতে প্রতিদিন এখানে দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে। বিশ্ব ইতিহাসের এই নন্দিত প্রেম কাহিনির স্মৃতি বিজড়িত পাহাড়টি এক নজর দেখতে পর্যটকরা ভিড় জমায় । সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ দাম্মাম থেকে ২৩০ কিলোমিটার দূরে আল আহসা শহর। কাতার এবং দুবাই সংলগ্ন সীমান্তবর্তী এই এলাকাটিতে পূর্বাঞ্চলীয় প্রদেশের মধ্যে সবচেয়ে বেশি খেজুর বাগান আছে। আর সেখানেই লাইলি মজনুর প্রেম ও বিরহের স্মৃতি বিজড়িত পাহাড়টি অবস্থিত।
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: