প্রিয় অনিদ্রিতা II Ovi Express II 2026
Автор: Ovi Express
Загружено: 2026-01-31
Просмотров: 107
Описание:
🎼 Credits
Lyrics: Setu Deay Ovi
Composition: AI
Music Video: Ovi Express
📌 All rights reserved © Ovi Express 2026
Unauthorized use, reproduction, or re-upload is strictly prohibited.
📝 Lyrics
অনিদ্রিতা খুব অল্পতেই খুশি হতো।
সকালে ঘুম থেকে ডেকে দিতো,
ওর ডাকেই দিন শুরু হতো।
একটা উষ্ণ চুম্বন,
আর সেই বাচ্চামি স্বভাব—
না বলেও মন ছুঁয়ে যেত গভীরভাবে।
আজও হঠাৎ করে
অনিদ্রিতার ঘন চুল মনে পড়ে,
হাওয়ার মতো এসে
মনটা কেমন করে তোলে।
পেছনে ফিরে যেতে ইচ্ছে করে,
এই ইচ্ছেটা স্বাভাবিক।
কিন্তু আজ অনিদ্রিতাকে
মনে করাও বারণ—
কারণ কিছু নাম
শুধু স্মৃতিতে সুন্দর।
অনিদ্রিতা, এখন তুমি
আমার জীবনে নেই।
তবু যেখানেই আছো
ভালো থাকুক তোমার দিন।
যে ভালো মুহূর্তগুলো দিয়েছিলে,
যে হাসিগুলো রেখে গেছো—
সব কিছুর জন্য
আজও আমি গভীরভাবে কৃতজ্ঞ।
নামটা আজও আসে—
অনিদ্রিতা।
ধরে রাখি না আর,
শুধু সম্মান করি
একটা সুন্দর সময় হিসেবে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: