আজ জগন্নাথ দেবের স্নানযাত্রা পুরীর মন্দিরের নিয়মেই বেলঘড়িয়ার রথ তলায় এবছর রথ যাত্রা
Автор: 24 GHANTA lNDIA TV
Загружено: 2022-06-14
Просмотров: 16
Описание: আগামী 3 রা জুলাই মহাসমারোহে অনুষ্ঠিত হবে রথযাত্রা সেই রথ যাত্রার আগে বলরাম জগন্নাথ দেব মা সুভদ্রা দেবী অনুষ্ঠিত হয় নিয়ম তিথি মেনে স্নানযাত্রা তিথি অনুযায়ী আজ জগন্নাথ দেবের স্নানযাত্রা পুরীর মন্দিরের নিয়মেই বেলঘড়িয়ার রথ তলায় এবছর রথ যাত্রা অনুষ্ঠিত হতে চলেছে সেই রথ যাত্রার আগে বেলঘড়িয়ার রথ তলা মোড়ে জগন্নাথ দেবের মন্দিরে বলভদ্র জগন্নাথ দেব সুভদ্রা দেবীর নাম যাত্রা অনুষ্ঠিত হলো পুরীর মন্দিরের প্রথা অনুযায়ী দুপুর দুটোর সময় বেলঘড়িয়ার এই জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন কামারহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মদন মিত্র কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা এবং এবং এই মন্দিরের প্রধান পৃষ্ঠপোষক সোমনাথ রায় চৌধুরী এবং কামাটি পৌরসভার অনেক পৌর প্রতিনিধিরাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং কামারহাটি অঞ্চলের অনেক জগন্নাথ ভক্ত এই মন্দিরে উপস্থিত হন এই স্নানযাত্রা দেখবার জন্য গতকাল কলস যাত্রা হয়েছিল গঙ্গার থেকে 108 টা কলসিতে গঙ্গাজল নিয়ে আসা হয় সেই জলের 52 রকমের জিনিস দিয়ে সেই গঙ্গাজল কে শুদ্ধ করা হয় এই 52 রকমের জিনিস দেওয়া গঙ্গাজল দিয়েই স্নান করানো হয় বলভদ্র কে 35 কলসি জগন্নাথ দেবকে 33 কলসি এবং সুভদ্রা দেবী কে 22 টি কলসি জল এবং সুদর্শন 18 কলসি জল দিয়ে স্নান করানো হয় আজ স্নানযাত্রার পরে বলরাম জগন্নাথ সুভদ্রা দেবী আর ভক্তদের দেখা দেবেন না 15 দিন কারণ এই এত জল দিয়ে স্নান করার পরে বলরাম জগন্নাথ এবং সুভদ্রা দেবীর জ্বর আসবে তাই তারা ভক্তদের দর্শন দেবেন না এই 15 দিন পরে রথ যাত্রার দিন তারা রথে চোরে মাসির বাড়ি যাবেন তাই আজ বেলঘড়িয়ার রথ তলা মোড়ে জগন্নাথ দেবের মন্দিরে ঘটা করে অনুষ্ঠিত হলো জগন্নাথ দেবের স্নানযাত্রা
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: