কবরের পাশ দিয়ে যাবার সময় এই দোয়াটি অবশ্যই পড়বেন!
Автор: Islamic voice
Загружено: 2025-06-20
Просмотров: 1173
Описание:
কবরের পাশ দিয়ে যাবার সময় এই দোয়াটি অবশ্যই পড়বেন! #shorts #dua #viral #youtube #video
/ @islamic-voice-24365
1. "কবরের প্রথম রাতই হবে আখিরাতের প্রথম প্রহর; প্রস্তুত হও সেই দিনের জন্য।"
2. "তিনটি বস্তু তোমাদেরকে কবর পর্যন্ত অনুসরণ করবে; তোমাদের পরিবার, তোমাদের সম্পদ এবং তোমাদের আমল। প্রথম দুটি (কবর থেকে) ফিরে আসবে এবং শেষটি তোমাদের সঙ্গে রয়ে যাবে।"
3. "আজ বিছানা ছেড়ে যদি তুমি নামাজে দাঁড়াও, কাল কবর তোমার জন্য বিছানা হয়ে যাবে।"
4. "মানুষ যদি মৃত ব্যক্তির আর্তনাদ দেখতে এবং শুনতে পেত, তাহলে মানুষ মৃত ব্যক্তির জন্য কান্না না করে নিজের জন্য কাঁদতো।"
5. "যদি কখনো মনে অহংকার আসা শুরু করে! তাহলে, কবরস্থানে ঘুরে এসো! ওখানে তোমার চেয়েও সুন্দর, জ্ঞানী ও ধনী মানুষগুলো মাটির নিচে শুয়ে আছে।"
6. "জীবনের শেষ মেকাপটা কিন্তু সুরমা আর আতর দিয়েই হবে, তাই রূপচর্চা ছেড়ে আমল চর্চা করুন।"
7. "নিশ্চয় ওই ব্যক্তি সৌভাগ্যবান যার মৃত্যুর সাথে তাঁর গুনাহেরও মৃত্যু ঘটে।"
8. "কবরের আযাব থেকে বাঁচতে জীবিত অবস্থায় নিজের আমল ঠিক করো।"
9. "যে ব্যক্তি আল্লাহকে ভুলে যায়, তার জন্য কবরই হবে প্রথম শাস্তির স্থান।"
10. "কবরের জীবনে আলো দেবে শুধু সৎ আমল আর আল্লাহর আনুগত্য।"
1. "কবর এমন এক জায়গা, যেখানে তোমার আমলই হবে তোমার সঙ্গী।"
2. "কবরের অন্ধকার দূর করতে জীবিত অবস্থায় নিজের আমল ঠিক করো।"
3. "যে ব্যক্তি আল্লাহকে ভুলে যায়, তার জন্য কবরই হবে প্রথম শাস্তির স্থান।"
4. "কবরের আজাব থেকে বাঁচতে নামাজ কায়েম করো এবং পাপ থেকে দূরে থাকো।"
5. "যে কবরের যাত্রী, তার জন্য আল্লাহর ভয়ই হবে প্রকৃত পাথেয়।"
6. "কবরের জীবনে আলো দেবে শুধু সৎ আমল আর আল্লাহর আনুগত্য।"
7. "কবরের আজাব এমন কঠিন যে, সেখানে আত্মীয়-স্বজন কেউ সহায়ক হবে না।"
8. "জীবন ফুরিয়ে গেলে, কবরই হবে তোমার পরবর্তী গন্তব্য। প্রস্তুতি নিতে ভুলো না।"
9. "যে ব্যক্তি মৃত্যুর পরের জীবন ভুলে যায়, কবরের আজাব তাকে মনে করিয়ে দেবে।"
10. "যে কবরের আজাব থেকে বাঁচতে চায়, তাকে এই দুনিয়াতেই সৎ জীবন যাপন করতে হবে।"
এই রকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সকলকে ❤️
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: