সিঙ্গুর থানার তৎপরতায় ভেস্তে গেল ডাকাতির ছক,আগ্নেয়াস্ত্র সহ ধৃত ৪
Автор: খবর সোজাসুজি
Загружено: 2025-12-01
Просмотров: 8
Описание:
সিঙ্গুর থানার তৎপরতায় ভেস্তে গেল ডাকাতির ছক,আগ্নেয়াস্ত্র সহ ধৃত ৪
#খবর_সোজাসুজি - সিঙ্গুর থানার তৎপরতায় ভেস্তে গেল ডাকাতির ছক।আগ্নেয়াস্ত্র সহ ৪ দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে,গতকাল রাতে সিঙ্গুর থানার নাইট আরটি অফিসার এসআই দীপক কান্তি দত্ত ও তাঁর দল নসিবপুর দেশপাড়া পাম্প সংলগ্ন এলাকায় টহল দিচ্ছিলেন।সেই সময় একটি মারুতি ওমনি গাড়িকে (নম্বর WB52P 4806) সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়।পুলিশ গাড়িটিকে আটক করে এবং তল্লাশি চালায়।তল্লাশিতে উদ্ধার হয় দুটি দেশি পাইপগান,দুই রাউন্ড গুলি এবং একটি লোহার ভোজালি।৪ জনকে আটক করে পুলিশ।ধৃতদের নাম রাজ কুমার মাহাতো (৪৮), বিশাল কুমার (১৯), গুলশন কুমার (২৫) এবং রাকেশ কুমার (২৬)।ধৃতরা সকলেই বিহারের নওয়াদা জেলার বাসিন্দা।পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছে তারা ওই এলাকায় ডাকাতির উদ্দেশ্যেই জড়ো হয়েছিল। পুলিশ সূত্রে আরও জানা গেছে, উপেন্দ্র যাদব নামে তাদের আরও এক সঙ্গী ছিল,যে পুলিশের ধাওয়া করার সময় ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।তার বাড়িও বিহারের নওয়াদা জেলায়।ধৃতদের বিরুদ্ধে সিঙ্গুর থানায় নির্দিষ্ট ধারায় (Singur PS Case No. 655/25) এবং অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। ধৃত চারজনকেই আজ চন্দননগর এসিজেএম (ACJM) আদালতে পেশ করা হয়েছে।পলাতক সঙ্গীর খোঁজ পেতে এবং এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না,তা খতিয়ে দেখতে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: