চরমপত্র | Chorompotro | The Great Bengal Story
Автор: The Great Bengal Story
Загружено: 2018-12-15
Просмотров: 15154
Описание:
চরমপত্র হল এম আর আখতার মুকুল রচিত ও উপস্থাপিত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান। 'চরমপত্র' অনুষ্ঠানটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চালু হওয়ার দিন ২৫শে মে থেকে শুরু করে ১৬ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হওয়ার দিন পর্যন্ত প্রতিদিন প্রচারিত হয়েছে। 'চরমপত্র' অনুষ্ঠানটির নামকরণ করেছিলেন স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের কর্মী আশফাকুর রহমান খান। 'চরমপত্র' - এর প্রতিটি অধ্যায় রচনা ও পাঠ করেন এম আর আখতার মুকুল।
'চরমপত্র' ছিল ব্যাঙ্গাত্মক ও শ্লেষাত্মক মন্তব্যে ভরপুর একটি অনুষ্ঠান। মানসম্মত রেকর্ডিং স্টুডিওর অভাবে টেপ রেকর্ডারে 'চরমপত্র' রেকর্ডিং করা হতো এবং ৮-১০ মিনিটের এই টেপ নিয়মিতভাবে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের ট্রান্সমিটার থেকে প্রচারিত হতো।
মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে, পশ্চিমবঙ্গে অবস্থিত বাংলাদেশের অস্থায়ী সরকার “স্বাধীন বাংলা বেতার কেন্দ্র” প্রতিষ্ঠা করে। বাঙ্গালির অস্তিত্বের জাগরণী চেতনার এক প্রতীক ছিল এই “স্বাধীন বাংলা বেতার কেন্দ্র”। বুলেটিন, দেশাত্মবোধক গান, চরমপত্র, নাটিকা, বঙ্গবন্ধুর ভাষণের অংশবিশেষ, রম্যকথিকাসহ নানা অনুষ্ঠান সম্প্রচারের মধ্য দিয়ে ’৭১ এর যুদ্ধকালীন সময়ে এ বেতার কেন্দ্রের প্রশাসনিক কর্মকর্তা, শিল্পী ও কলাকুশলীবৃন্দ মুক্তির চেতনায় মুক্তিযোদ্ধা ও দেশবাসীকে নিরন্তর অনুপ্রাণিত করে।
Swadhin Bangla Betar Kendra, a radio station set up by the Provisional Government of the People’s Republic of Bangladesh in 1971, served a crucial role in Bangladesh's struggle for independence. It raised the morale of the freedom fighters and the Bengali population by broadcasting patriotic wartime songs, speeches and programs; igniting the spirit of liberation.
#TheGreatBengalStory #1971
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: