কর্ণফুলী নদী দখল: উচ্ছেদ নিয়ে যা বললেন বিভাগীয় কমিশনার--
Автор: CHATTOGRAM 24
Загружено: 2019-02-07
Просмотров: 314
Описание:
#chattogram24 #চট্টগ্রাম২৪
#Eviction_of_illegal_structures_of_the_Karnaphuli_River
দখলদারদের উদ্দেশ্যে বিভাগীয় কমিশনার আবদুল মান্নান বললেন, আর কতদিন সরকারী জায়গা দখল করে রাখবেন। কার জায়গা দখল করবেন। এটা কি আপনার জায়গা? আপনার পৈত্রিক জায়গা? এটি সরকারের জায়গা। সরকারতো জায়গা নিয়ে যাবে না কোথাও। মানুষের চিত্ত বিনোদনের জন্য উন্মুক্ত রাখা হবে এই কর্ণফুলী নদীর তীর।
উচ্ছেদ অভিযানের চতুর্থদিনে বৃহস্পতিবার পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার।
বৃহস্পতিবার চতুর্থ দিনের মতো উচ্ছেদ অভিযান চলছে।
কর্ণফুলী নদী পাড়ের লোহারঘাট, আনু মাঝির ঘাট, ও এভারগ্রীন ঘাটে থাকা অন্তত ১০ টি লবন মিল ও গুদাম গুড়িয়ে দিয়েছে জেলা প্রশাসনের উচ্ছেদকারী দল।
গত কয়েকদিন ছোট স্কেবেটর দিয়ে কাজ চললেও আজ লং স্কেবেটরসহ ভাড়ি যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে।
অভিযানে নেতৃত্ব দিচ্ছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পতেঙ্গার ভূমি সহকারী কমিশনার তাহমিলুর রহমান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম।
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: