Big Victory,CPIM West Bengal:অভিযোগ মুক্ত তন্ময়!পান্ডুয়ায় সিপিএমের বিপুল জয় শূন্য তৃণমূল বিজেপি
Автор: Banglar Janarob
Загружено: 2024-12-14
Просмотров: 9717
Описание:
Big Victory,CPIM West Bengal:অভিযোগ মুক্ত তন্ময়!পান্ডুয়ায় সিপিএমের বিপুল জয় শূন্য তৃণমূল বিজেপি@BanglarJanarob
গতকাল শনিবার আনুষ্ঠানিকভাবে তন্ময় ভট্টাচার্যের উপর থেকে সাসপেনশন তুলে নেওয়ার কথা ঘোষণা করে সিপিএম নেতৃত্ব। উত্তর 24 পরগনা জেলার সিপিএমের সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করেন ওই জেলার সম্পাদক। এই ঘটনার কয়েক ঘন্টা পরেই অর্থাৎ শনিবার সন্ধ্যায় খবর পাওয়া যায় পান্ডুয়ার ইটাচুনার মান্দারণ সমবায় সমিতির নির্বাচনে বামেরা বিপুল ভাবে জয়ী হয়েছে। ১২ আসনের সমবায় সমিতির পরিচালন সমিতির ভোটে বারোটি আসনই দখল করেছে বামেরা। পশ্চিমবঙ্গ সমবায় বাঁচাও কমিটির পক্ষ থেকে বামেরা এই বারটি আসনে প্রার্থী দিয়েছিল। বারোটির মধ্যে একটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিপিএম প্রার্থী জয়ী হয় আর ১১ টি আসনে শনিবার সকাল ন'টা থেকে বিকেল তিনটে পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। ভোট শেষ হওয়ার অব্যাবহিত পরে ভোট গণনা শুরু হয় তাতে দেখা যায় নির্বাচন হওয়া এগারোটি আসনে বামপন্থী প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন। শাসক দল তৃণমূল কংগ্রেস এখানে শূন্য হয়ে যায়।
সিপিএমের এই জয় কি ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত?
২০২৬ এর বিধানসভা নির্বাচনে পান্ডুয়া থেকে কি ঘুরে দাঁড়ানোর সংকেত সিপিএম?
কেন শূন্য হয়ে গেল শাসক তৃণমূল কংগ্রেস? অথচ ২০২১ এর বিধানসভা নির্বাচন ২০২৪ এর লোকসভা নির্বাচন এমনকি পঞ্চায়েত নির্বাচনে এই এলাকায় বিপুল সাফল্য দেখিয়েছিল তৃণমূল কংগ্রেস!
সেই তৃণমূল কেন এইভাবে সমবয় সমিতির নির্বাচনে হেরে গেল? তাহলে কি বাংলা জুড়ে পরিবর্তনের ইঙ্গিত চূড়ান্ত হচ্ছে? বামেদের ভোট বৃদ্ধি হচ্ছে! আগামী দিনে এই রাজ্যে অন্তত বিরোধী আসনে বসতে চলেছে কি বামেরা? তা নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। এই ভিডিওতে কোনভাবেই কোন সম্প্রদায় কোন গোষ্ঠী কোন রাজনৈতিক দলকে অহেতুক আক্রমণ করা হয়নি বরং যা সত্য যা সংবাদ সেটাই গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়েছে।
#banglarjanarob #cpimwestbengal #bigvictory #pandua#tmc #cooperativeelection#westbengal #hooghlynews #bjp #bjpwestbengal #suvenduadhikari #mdsalim #md#amjadhossain#leftfront #leftalternative
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: