পদ্মা নদীর অবস্থা কি রাজশাহীর জন্য বিপদজনক?
Автор: চোখের সামনে (In My View)
Загружено: 2025-08-24
Просмотров: 5
Описание:
#পদ্মা #রাজশাহী #বন্যা #নদীভাঙন #বাংলাদেশ #প্রাকৃতিকদুর্যোগ #পদ্মানদী #বন্যাসতর্কতা #নদীসংকট #PadmaRiver #Rajshahi #BangladeshFloods #RiverErosion #ClimateChange #SaveThePadma #FloodAlert #Bangladesh #NaturalDisaster #PadmaErosion
উজান থেকে নেমে আসা ঢল ও তীব্র স্রোতে পদ্মা হয়ে উঠেছে ভয়াল এক মূতি রাজশাহী পদ্মা নদীর অবস্থা ভালো না পানি বয়ছে বিপদ সীমার কাছাকাছি । হঠাৎ পানি বৃদ্ধিতে ঘরবাড়ি পদ্মায় ধসে পড়ে। এখনই প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে রাস্তাঘাট, হাটবাজারসহ শতাধিক ঘরবাড়ি। রাক্ষুসে পদ্মার থাবায় মূহুর্তেই কি ভাবে একের পর এক ঘর-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান চলে নদী গর্ভে তা জানাবো আমাদের ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক...
26 জুলাই হঠাৎ করেই শুরু হয় পানি বৃদ্ধি পরিস্থিতি এতটাই অবনতি হয় যে রাজশাহী পদ্মা নদীর অবস্থা ভয়াবহ রুপ নেয় পানি বিপদ সীমার কাছে চলে আসে, একে একে বসতবাড়ি, দোকানপাট পদ্মায় তলিয়ে যেতে থাকে। মুহূর্তেই ভেঙে যায় মানুষের স্বপ্নের ঘরবাড়ি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী পদ্মা নদীর অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে, মাত্র কিছু সময়ের মধ্যে নদীতে হারিয়ে গেছে ছয়টি পরিবারে বসতবাড়ি এবং ১৩টি দোকানপাট, আশে পাশের চরাঞ্চলে গ্রামে অন্তত ৬০০ পরিবার এখন নদীভাঙনের সরাসরি হুমকিতে। আতঙ্কে অনেকেই রাতের অন্ধকারে ঘরবাড়ি, আসবাবপত্র ও ব্যবসার মালপত্র নিয়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।
নদী ভাঙ্গন আটকাতে এতে কংক্রিটের সিসি ব্লকগুলো ফেলা হচ্ছে ।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: