মহররমের ১০তারিখে উল্লেখযোগ্য ১০টি ঘটনা।। মোঃ জাকারিয়া সিরাজ।। Islamic Media Bangladesh
Автор: Islamic Media Bangladesh
Загружено: 2025-07-09
Просмотров: 10
Описание:
🕋 মহররমের ১০ তারিখে উল্লেখযোগ্য ১০টি ঘটনা
লিখেছেন: মোঃ জাকারিয়া সিরাজ
হযরত আদম (আ.)-এর তওবা কবুল হয়।
আল্লাহ তাআলা এই দিনে তাঁর তওবা কবুল করেছিলেন।
হযরত নূহ (আ.)-এর কিশতী জুদি পাহাড়ে থেমে যায়।
ভয়াবহ মহাপ্লাবনের পরে এই দিনেই কিশতী নিরাপদে পৌঁছায়।
হযরত ইব্রাহিম (আ.) আগুন থেকে মুক্তি পান।
নমরুদের জ্বলন্ত অগ্নিকুণ্ডে ফেলার পর এই দিনেই তিনি রক্ষা পান।
হযরত আইউব (আ.) রোগমুক্ত হন।
দীর্ঘকাল রোগে ভুগার পর আশুরার দিনেই তিনি আরোগ্য লাভ করেন।
হযরত ইউনুস (আ.) মাছের পেট থেকে মুক্তি পান।
এই দিনেই তাঁর তওবা কবুল হয় এবং মাছ তাঁকে তীরে ফেলে দেয়।
হযরত মূসা (আ.) বনি ইসরাইলকে নিয়ে নদী পার হন।
এবং ফেরাউন ও তার বাহিনী নীল নদে ডুবে যায়।
হযরত ঈসা (আ.) আকাশে উত্তোলিত হন।
ক্রুশবিদ্ধ হওয়ার আগেই আল্লাহ তাঁকে নিজের কাছে তুলে নেন বলে বিশ্বাস করা হয়।
তওরাত নাযিল হয়।
এই দিনেই হযরত মূসা (আ.)-এর প্রতি তাওরাত নাযিল হয় বলে বর্ণনা আছে।
হযরত হুসাইন (রাঃ) শহীদ হন।
৬১ হিজরিতে ইরাকের কারবালার ময়দানে এ দিনেই ইমাম হুসাইন (রাঃ) শাহাদত বরণ করেন।
আখিরি যামানার অনেক ঘটনা ঘটবে বলেও হাদীসে ইঙ্গিত আছে।
কিয়ামতের পূর্বে আশুরার দিনেও কিছু বড় ঘটনা ঘটবে বলে আলামত আছে।
#waz #ওয়াজ #trending #মহররম #আশুরা #আলোর_পথ
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: