অলৌকিক সেই গায়েবি মসজিদ।Miraculous is the invisible mosque
Автор: Lifestyle by Farzana
Загружено: 2024-06-30
Просмотров: 34
Описание:
জ্বীনের তৈরি পাথরাইল গায়বি মসজিদ।।
আসসালামু আলাইকুম,কেমন আছেন সবাই,আজ আপনাদের দেখাতে নিয়ে যাবো ফরিদপুরের দৃষ্টি নান্দনিক একটি মসজিদ বা মজলিসে।কেউ কেউ বলে থাকে গায়েবি মসজিদ। আমরা একটি অটো নিয়ে মসজিদের উদ্দেশ্যে রওয়ানা হলাম। ঢাকা থেকে মসজিদে আসতে হলে স্বপ্নের পদ্মা সেতু পার হয়ে পুলিয়া বাসস্ট্যান্ড নেমে দক্ষিণ দিকের রাস্তা দিয়ে কিছুক্ষণ আসলেই পেয়ে যাবেন এই দিঘিরপাড় এর আউলিয়া মসজিদ বা মজলিস। এই মসজিদটি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার পাথরাইল দিঘিরপাড় গ্রামে অবস্থিত। এই মসজিদটি পাথরাইল গায়েবি মসজিদ নামেও সুপরিচিত। কিছু কিছু মানুষের কাছ থেকে জানা যায় মসজিদটিতে জ্বিন পরীরা নামাজ আদায় করবেন বলেই তারাই নির্মাণ করেছেন।এই দৃষ্টিনান্দনিক মসজিদটি আউলিয়া মসজিদ নামেও ক্ষেতি লাভ করেছে।গ্রামের আকা বাঁকা মেঠো পথ দিয়ে যেতে যেতে আমরা এই সৌন্দর্য উপভোগ করছিলাম।মসজিদের খুব কাছেই একটা বাজার আছে,সেই বাজারটির নাম শিমুল বাজার।
#৬ শত বছরের প্রাচীন ঐতিহাসিক পাথরাইল গায়বি মসজিদ। তো চলুন বন্ধুরা ঐতিহাসিক এই মসজিদটি ঘুরে দেখি এবং এই মসজিদটির সম্পর্কে কিছু ঐতিহাসিক তথ্য জেনে আসি।
এই প্রাচীন মসজিদটি গিয়াসউদ্দিন আজম শাহ্ ১৩৯৩ খ্রিস্টাব্দ হতে ১৪১০ খ্রিস্টাব্দ এর মধ্যে নির্মাণ করেছিলেন বলে ধারনা করা হয়।
মসজিদের গায়ে রয়েছে দৃষ্টিনান্দনিক টেরাকোটার কারুকাজ। নানা রকম শৈল্পিক কারুকাজে ফুটিয়ে তোলা হয়েছে এই মসজিদটি।
মসজিদটি অনেক পুরোনো হয়ে যাওয়াতে মসজিদের পেছনের অংশের কালারটা অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে।
আমাদের টিপ মেম্বাররা মাসজিদের ভেতরে গিয়েছিলো মাগরিবের নামাজ আদায় করতে
এই মসজিদটি দশ গম্বুজ বিশিষ্ট। মসজিদটির দৈর্ঘ্য ৮৪ ফুট,প্রস্থ ৪২ ফুট,চার কোনে চারটি মিনার রয়েছে।মসজিদের দেওয়াল ৭ ফুট প্রসস্থ। মসজিদের ভেতরে স্তম্ভ বা থাম রয়েছে।
দর্শনার্থী যারাই আসেন তারা চেষ্টা করেন মসজিদটিতে কম হলেও এক ওয়াক্ত নামাজ আমায় করতে।এখানে মহিলাদের জন্যও নামাজের সুব্যবস্থা রয়েছে।
মসজিদের এক কোনায় রয়েছে মরহুম জামান নুর মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন সিদ্দিকির সমাধি।
মসজিদের পূর্ব পাশে রয়েছে একটি মাঠ,তার পাশেই রয়েছে সেই অপরুপ সৌন্দর্যে ঘেরা দিঘীটি।
মসজিদ এবং দিঘী এক সাথেই নির্মান করা হয়েছিলো।
জনস্রোতি আছে যে,অত্র এলাকার প্রজাদের পানি অথবা জলের সমস্যা নিরসনকল্পে ও এবাদাতের জন্য মসজিদের পাশেই ৩২.১৫ একর জমির উপর এই দিঘীটি খনন করেন।
প্রতিদিন মসজিদটি দেখতে দূর দূরান্ত থেকে দর্শনার্থীদের আগমন ঘটে।নারী পুরুষ সকলেই আসেন এখানে এই গায়েবি মসজিদটি দেখতে।
এই মসজিদে দর্শনার্থী যারা আসেন তাদের উদ্দেশ্যে এখানে বিভিন্ন খাবারের ছোট ছোট দোকান নিয়ে বসেছেন স্থানীয়রা।এখানে আসলেই বিভিন্ন খাবার পেয়ে যাবেন।যেমন ফুসকা, চটপটি, ঝালমুড়ি,ভেলপুড়ি,আইসক্রিম আরো নানা ধরনের খাবার।
স্থানীয়দের কাছে আমরা জানতে পারলাম এই মসজিদ ও দিঘি এক রাতের মধ্যেই নির্মিত হয়েছে। তথ্যটি সত্যি কিনা সেটা আমরা জানিনা।সত্যটি সবার কাছেই অজানা।
যে সকল দর্শনার্থীরা ভ্রমন করতে যাবেন তাদের উদ্দেশ্যে আমার একটা মেসেজ থাকবে সেটা হলো,অবশ্যই মসজিদের সৌন্দর্য নষ্ট হয় এমন এমন কোনো কাজ করবেন না।
পাথরাইল গায়েবি মসজিদ নিয়ে আমাদের পরবর্তী আরো বিস্তারিত তথ্য সমৃদ্ধ প্রতিবেদন প্রকাশিত হবে।
তাই অবশ্যই আমাদের চ্যানেল Lifestyle by Farzana এর সাথেই থাকুন।
ভালো থাকুন সুস্থ থাকুন
((আল্লাহ হাফেজ))
Facebook page :https://www.facebook.com/profile.php?...
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: