মাসিক অনিয়মিত হলে গর্ভধারণে সমস্যা হয় কেন
Автор: Dr. Florida Rahman-IVF Specialist
Загружено: 2025-10-06
Просмотров: 142
Описание:
মাসিক অনিয়মিত হলে গর্ভধারণে সমস্যা হয় কেন
মাসিক অনিয়মিত হলে গর্ভধারণে সমস্যা হওয়ার মূল কারণ হলো ডিম্বস্ফোটন (ovulation)-এর অনিয়ম। নিচে সহজভাবে ব্যাখ্যা করছি:
🩸 মাসিক অনিয়মিত মানে কী?
স্বাভাবিক মাসিক চক্র সাধারণত ২৮–৩৫ দিনের মধ্যে হয়।
যদি কারও মাসিক কখনো ২৫ দিনে, আবার কখনো ৫০ দিনে হয় — মানে কোনো নিয়ম মেনে না আসে — তখনই একে অনিয়মিত মাসিক বলা হয়।
⚙️ কেন এতে গর্ভধারণে সমস্যা হয়:
ডিম্বস্ফোটন অনিয়মিত বা বন্ধ থাকে
মাসিকের সঙ্গে সঙ্গে ডিম্বস্ফোটনও অনিয়মিত হয়।
অর্থাৎ, কখন ডিম্বাণু বের হচ্ছে বা আদৌ বের হচ্ছে কিনা, তা নিশ্চিত নয়।
ডিম্বাণু না বের হলে শুক্রাণুর সঙ্গে মিলনের সুযোগই থাকে না, ফলে গর্ভধারণ সম্ভব হয় না।
হরমোনের ভারসাম্যহীনতা (Hormonal imbalance)
পলিসিস্টিক ওভারি সিনড্রোম (PCOS), থাইরয়েড সমস্যা, বা ওজনের তারতম্য হরমোনের ভারসাম্য নষ্ট করে।
এতে মাসিক ও ডিম্বস্ফোটন দুটোই প্রভাবিত হয়।
গর্ভধারণের সময় নির্ধারণ কঠিন হয়ে যায়
অনিয়মিত চক্রে কখন fertile period আসে তা বোঝা কঠিন।
ফলে দম্পতিরা সঠিক সময়ে সহবাস করতে পারেন না, গর্ভধারণের সম্ভাবনা কমে যায়।
গর্ভাশয়ের আস্তরণ ঠিকমতো তৈরি না হওয়া
অনিয়মিত হরমোনের কারণে গর্ভাশয়ের অভ্যন্তরীণ স্তর (endometrium) ঠিকভাবে প্রস্তুত হয় না,
ফলে নিষিক্ত ডিম্বাণু প্রতিস্থাপিত হতে পারে না।
💡 সমাধান:
ডাক্তারের পরামর্শে হরমোন পরীক্ষা ও আল্ট্রাসনোগ্রাফি করা উচিত।
ওজন নিয়ন্ত্রণ, স্ট্রেস কমানো, ও সুষম খাদ্যাভ্যাস বজায় রাখা দরকার।
প্রয়োজনে ডিম্বস্ফোটন নিয়ন্ত্রণের ওষুধ বা হরমোন থেরাপি নেওয়া যেতে পারে।
বিস্তারিত আলোচনায়-
বন্ধ্যাত্ব ও টেস্ট টিউব বেবী বিশেষজ্ঞ
👩⚕️ ডাঃ ফ্লোরিডা রহমান
এফসিপিএস (রিপ্রোডাক্টিভ এন্ড্রোক্রাইনোলজি ও ইনফার্টিলিটি)
এমএস (গাইনী এন্ড অবস্)
এফসিপিএস (গাইনী এন্ড অবস্)
পিজিডিপ ইন সেক্সুয়াল এন্ড রিপ্রোডাক্টিভ মেডিসিন (ইউকে)
ফেলোশিপ ইন এডভান্স এআরটি (ইন্ডিয়া)
সহযোগী অধ্যাপক
রিপ্রোডাক্টিভ এন্ড্রোক্রাইনোলজি ও ইনফার্টিলিটি
ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল
ল্যাপারোস্কপি এন্ড হিস্টেরোস্কপিক সার্জন
চিফ কনসালটেন্ট
লুমিনা আইভিএফ ও ফার্টিলিটি কেয়ার লি: (পান্থপথ, ঢাকা)
#অনিয়মিতমাসিক #ivf #ivfprice #ivfcost #ivftreatmentcost #ivfprice #ivfcostdhaka #ivfpricedhaka #bestivfcenter #ivfpregnancy #ivfsuccessrate #icsicost #icsiprice #infertilityspecialist
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: