🔴Live: আজ থেকেই ঝড় দুর্যোগ, পুরুলিয়া থেকে কলকাতা ঢাকা বজ্র বৃষ্টি, কালবৈশাখী ও শিলাবৃষ্টি, Weather
Автор: Khabor Bangla
Загружено: 2023-05-22
Просмотров: 30565
Описание:
🔴Live: বাংলায় নিম্নচাপ আসছে, ৪ দিন ভয়ানক ঝড় ও ভারী বৃষ্টি সঙ্গে কালবৈশাখী শিলাবৃষ্টি বজ্রবিদ্যুৎ, Weather today
দেখুন UPDATE FROM IMD ও আলিপুর আবহাওয়া দপ্তর। Weather update today west bengal
🔴👉 ঘূর্ণিঝড় মোচা শেষ হবার পর জানালো আলিপুর আবহাওয়া দপ্তর, আজ বৃষ্টির বিক্ষিপ্ত সম্ভাবনা দুই বাংলায় ও আসাম মেঘালয় ত্রিপুরায়। আবহাওয়ায় গরম থাকবে বাংলায় বেশি গরম পশ্চিমের জেলাগুলিতে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বীরভূম জেলায়। তুলনা মূলক একটু কম গরম থাকলেও অস্বস্তি বজায় থাকবে মুর্শিদাবাদ নদীয়া কলকাতা হুগলী হাওড়া উত্তর ২৪ পরগনা দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর জেলার বেশিরভাগ এলাকায়, রোজ দেখুন ও জানুন ajker abohar khobor.
🔴👉 এদিকে বঙ্গোপসাগর থেকে দক্ষিনা বায়ু প্রচুর জলীয়বাষ্প প্রবেশ করাচ্ছে, এরফলে (যদিও অনুমান) সম্ভবত বাংলাদেশ ঝাড়খণ্ড উড়িষ্যা বা পশ্চিমবাংলার কোনো কোনো এলাকায় ব্যাপক ঝড় বৃষ্টি বজ্রবিদ্যুৎ ভাল হতে পারে এছাড়া শিলাবৃষ্টি সম্ভাবনা তৈরি হতে পারে আগামী কয়েকদিনের মধ্যে, কালবৈশাখী ঝড় ও হতে পারে বিকেল থেকে সন্ধ্যায়, ভারী বৃষ্টি কিছু জেলায় হতে পারে, ঝড় কেমন হবে, দুই বাংলার কোন কোন জায়গায় বেশি বৃষ্টি হতে পারে, কতদিন ঝড়ের তাণ্ডব চলবে, বন্যা কি হবে কোথাও, ক্ষতির সম্ভাবনা কতটা? চাষী ও জেলেদের জন্য কবে থেকে কোথায় সতর্কতা, আজকের আবহাওয়া ও আগামী কয়েকদিন কেমন যাবে, কবে কখন আকাশ পরিষ্কার থাকবে বাংলায় জেনে নিতে পারেন এই ভিডিও থেকে।
🔴👉 Cyclone Mocha update, মায়ানমারের অনেক এলাকা এখন বিপর্যস্ত, জলের ও খাবারের অভাব চলছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক জেলায়, বাংলাদেশের টেকনাফ এও বাড়ি ও পর্যটন এলাকা অবস্থা খারাপ, পানীয় ও খাবারের সমস্যা দেখা দিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত থেকে ক্রমে নিম্নচাপ ক্ষেত্র থেকে গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপের পর পরিণত হয়
সম্পূর্ন ঘূর্ণিঝড় মোখা, প্রথমে উত্তরপশ্চিম দিকে এগিয়ে পশ্চিমবঙ্গ বাসীদের মনে আতঙ্ক তৈরি করলেও পরে অবস্থান পাল্টে উত্তর উত্তরপূর্ব দিকে এগিয়ে বাংলাদেশের চট্টগ্রামের দিকে আতঙ্ক তৈরি করে, এরপর একে একে গতি বাড়িয়ে শক্তিশালী ঘূর্নিঝড় থেকে অতি শক্তিশালী ও পরে প্রবল শক্তি শালী ঘূর্ণিঝড়ের পরিণত হয়ে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মত রবিবার সকাল থেকে মায়ানমার উপকূলের কাছে এসে আছড়ে পড়া শুরু করে। এরফলে বাংলাদেশে কক্সবাজার টেকনাফ ও সেন্ট মার্টিন দ্বীপের বিরাট অংশে প্রবল মাত্রার ঝড় বৃষ্টি হয় এছাড়া মায়ানমারে ভয়াবহ ঝড় বৃষ্টি ঘটিয়ে গাছপালা পোল ভেঙে উপড়ে ফেলে ও প্রবল বৃষ্টিতে এলাকা জলমগ্ন করে ফেলে। ভয়াবহ তাণ্ডবের সাক্ষী হয় মায়ানমার।
👉 নিচের লিখনে নজর দিন:-
NB: আপডেট এখনও পরিবর্তন হতে পারে, এটি কোনো ফাইনাল আপডেট নয়, এটি আজ ২৩ মে মঙ্গলবার ECMWF মডেল অনুযায়ী একটি সম্ভাবনা, আপনাদের সতর্ক করার জন্য একটি প্রচেষ্টা মাত্র। আরো আপডেট আসবে সেগুলো নিয়মিত জেনে যাবেন। আপনি চ্যানেলের সঙ্গে থাকুন নজর রাখুন প্রয়জনে সাবস্ক্রাইব করে রাখুন। আর শেয়ার করে সতর্ক করুন যদি উপযুক্ত মনে করেন।
এছাড়া নিয়মিত দেখুন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ ত্রিপুরা আসাম মেঘালয়ের আবহাওয়ার খবর লাইভ।
Copyright Disclaimer: Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
ধন্যবাদ ❤️❤️❤️❤️❤️ ভাল থাকবেন ও ভাল রাখবেন।
#khaborbangla #কালবৈশাখী #weather #cyclone #ঘূর্ণিঝড় #Cyclonemocha
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: