Phuket to Pattaya ✈️ || First Day at Pattaya || Thailand Series Part-5 || Vlog-48
Автор: Nova & Saddam
Загружено: 2023-06-21
Просмотров: 387
Описание:
আসসালামু আলাইকুম সবাই কে।
আজকে আপনারা দেখেছেন কিভাবে আমরা ফুকেট থেকে পাতায়া গিয়েছি ।
তার বিস্তারিত নিচে তুলে ধরা হলো-
আমরা ২ দিন ফুকেটে থাকার পর পাতায়ার উদ্দেশ্যে রওনা হই। যেহেতু ফুকেট থেকে সরাসরি পাতায়া যাওয়ার কোনো অপশন নেই তাই আমাদের আগে ব্যাংকক যেতে হয়েছে তার পর ব্যাংকক থেকে পাতায়া যেতে হয়েছে।
আমাদের ফুকেট থেকে ব্যাংকক যাওয়ার ফ্লাইট ছিলো সকাল ১১.২৫ মিনিটে।
তাই আমরা প্রথমে টুকটুক এর মাধ্যমে বাংলা রোড গিয়েছি তারপর সেখান থেকে বাসের মাধ্যমে ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট গিয়েছি।
বাস ভাড়া ছিলো Per Person 100 Thai Bath.
এয়ারপোর্ট থেকে A1 Bus এর মাধ্যমে প্রথমে Bangkok Bus Terminal গিয়েছিলাম কারন সেখান থেকে পাতায়া যাওয়ার বাস পাওয়া যায়। কিন্তু সন্ধ্যা ৬ টার আগে কোনো বাস না থাকায় আমরা ট্যাক্সি দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেই।
ব্যংকক থেকে পাতায়া যাওয়ার ট্যাক্সি ভাড়া ছিলো ১৮০০ থাই বাথ। সৌভাগ্যবশত সেখানে দুইজন ফরেইনার এসে আমাদের অফার করলেন শেয়ারে যাওয়ার জন্য। তাতে আমরা রাজি হই। এতে আমাদের দুইজন এর জন্য ৯০০ থাই বাথ খরচ করতে হয়েছ।
আমরা বুক করেছিলাম Red Planet Hotel. যা সেন্ট্রাল মেরিনা থেকে একদম ই কাছে ছিলো।
হোটেল টিতে আমরা যখন থেকেছি তখন Per night cost ছিলো ২০০০/- টাকার মত।
তবে হোটেল ভাড়া সব সময় এক রকম থাকে না।
সিজন অনুযায়ী কম বেশি হয়ে থাকে।
আশা করি আজকের ভ্লগ টি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী ভ্লগ দেখার জন্য আমাদের সাথেই থাকুন।
ধন্যবাদ । ❤️
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: