ইন্দোনেশিয়ায় ফুটবল মাঠে মৃত্যুর সংখ্যা ১৭৪ জন। শিশু ১৭ জন।
Автор: Uptake News
Загружено: 2022-10-03
Просмотров: 11
Описание:
ফুটবল মাঠে বিশৃঙ্খলা, নিহতের সংখ্যা কমালো ইন্দোনেশিয়া
ইন্দোনেশিয়ার একটি ফুটবল স্টেডিয়ামে উগ্র সমর্থকদের লক্ষ্য করে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপের পর পদদলিত হয়ে নিহতের সংখ্যা আগে ১৭৪ জন বলা হলেও পরবর্তীতে কর্তৃপক্ষ তা সংশোধন করে জানায় যে, এই ঘটনায় ১২৫ জন মারা গেছে।
#ইন্দোনেশিয়া #uptakenews #uptake_news
ইন্দোনেশিয়ার শীর্ষ লিগের ম্যাচে আরেমা এফসি ও পার্সেবায়া সুরাবায়ার মধ্যকার খেলা শেষে পুলিশের সাথে সমর্থকদের এই সংঘর্ষের ঘটনা ঘটে। রোববার (২ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
গত শনিবার রাতে ইন্দোনেশিয়ার পূর্ব জাভার মালাং অঞ্চলের কানজুরুহান স্টেডিয়ামে খেলা শেষে সংঘর্ষ ও প্রাণহানির এই ঘটনা ঘটে। ম্যাচের সময় স্টেডিয়ামে ৪২ হাজার দর্শক উপস্থিত ছিলেন যা স্টেডিয়ামের ধারণক্ষমতার চার হাজার বেশি।
মূলত পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপের পর দ্রুত স্টেডিয়াম থেকে বের হওয়ার চেষ্টাকালে অধিকাংশ হতাহতের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনার পরপরই বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়ে। এসব ভিডিওতে চূড়ান্ত বাঁশি বাজানোর পর সমর্থকদের মাঠের দিকে দৌড়াতে দেখা যায়। পুলিশ তখন টিয়ার গ্যাস নিক্ষেপ করে, যার ফলে ভিড়ের মধ্যে পদদলিত হওয়া এবং শ্বাসরোধের ঘটনা ঘটে।
বিশৃঙ্খলার মধ্যে কেউ কেউ শ্বাসরুদ্ধ হয়ে আবার কেউ কেউ পদদলিত হয়ে মারা যান। এছাড়া স্টেডিয়ামে বিশৃ্খলার এই ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাসহ অন্তত ১৭৪ জন মারা যান।
পূর্ব জাভা প্রদেশের ভাইস গভর্নর এমিল দারদাক জানিয়েছেন, মৃতের সংখ্যা ১২৫ জনে নামিয়ে আনা হয়েছে। তিনি দাবি করেন, ঘটনার পর তাৎক্ষণিকভাবে কিছু নাম দু’বার রেকর্ড করা হয়েছিল। আর তাই শুরুতে কর্মকর্তারা মৃতের সংখ্যা ১৭৪ বলে জানালেও পরে তা সংশোধন করে ১২৫ জনে নামিয়ে আনা হয়।
হাসপাতালের একজন পরিচালক স্থানীয় টেলিভিশনকে বলেছেন, নিহতদের মধ্যে পাঁচ বছর বয়সী এক শিশুও রয়েছে।
ইন্দোনেশিয়ার প্রধান নিরাপত্তা মন্ত্রী বলেন, স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ৩৮ হাজার হলেও বিপুল আগ্রহের কারণে আরও প্রায় ৪ হাজার বেশি দর্শক ম্যাচের টিকিট কিনে মাঠে উপস্থিত ছিলেন। আর ম্যাচ শেষে ৩ হাজার দর্শক মাঠে প্রবেশ করেন।
এদিকে এই ঘটনার পর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ইন্দোনেশিয়ার শীর্ষ এই লিগের সব ম্যাচ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ইন্দোনেশীয় প্রেসিডেন্ট জোকো উইদোদো।
রোববার স্থানীয় সময় রাত ৮টার দিকে ইন্দোনেশিয়ার পূর্ব জাভার মালাং শহরের কানজুরুহান স্টেডিয়ামে আরেমা এফসি এবং পারসেবায়া সুরাবায়ার মধ্যে ফুটবল ম্যাচ শুরু হয়। ১০টার পরপর এই দুই দলের খেলা শেষ হয়। এতে স্থানীয় ফুটবল দল আরেমা এফসি ৩-২ গোলে পারসেবায়া সুরাবায়ার কাছে হেরে যায়।
ম্যাচের রেফারি বাঁশিতে চূড়ান্ত ফুঁ দেওয়ার সঙ্গে সঙ্গে আরেমা এফসির ক্ষুব্ধ সমর্থকরা চারদিক থেকে মাঠে ঢুকে পড়ে। এক প্রত্যক্ষদর্শীর ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায়, মাঠের মাঝেই পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে আরেমার ভক্তরা।
পূর্ব জাভার পুলিশ প্রধান নিকো আফিনতা সাংবাদিকদের বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এ সময় আতঙ্কিত ভক্তরা বহির্গমন গেট দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। ছোটাছুটির সময় পদদলন ও দম বন্ধ হয়ে ভক্তদের প্রাণহানির ঘটনা ঘটে।
পুলিশের এই প্রধান বলেছেন, স্টেডিয়ামের ১০ নম্বর গেটে হুমড়ি খেয়ে পড়েন ভক্তরা। আরেমা এফসির এক ভক্তের পোস্ট করা টুইটে বলা হয়েছে, ভক্তরা যখন গেট দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তখন পদদলনের ঘটনা ঘটে। এ সময় অনেক নারী ও শিশুর চিৎকার শোনা যায়।
স্থানীয় টেলিভিশন চ্যানেলে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, মাঠে জ্ঞান হারিয়ে ফেলা ভক্তদের স্টেডিয়ামের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে।
এছাড়া স্টেডিয়ামের বাইরে সমর্থক ও পুলিশের মধ্যে ফের সংঘর্ষ হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে আসা ভিডিও ও ছবিতে দেখা যায়, স্টেডিয়ামের বাইরে ফুটবল ভক্তদের দেওয়া আগুনে পুড়ছে পুলিশের গাড়ি।
দেশটির প্রধান নিরাপত্তা মন্ত্রী মাহফুদ এমডি ইন্সটাগ্রামে দেওয়া এক পোস্টে বলেছেন, ধারণক্ষমতার চেয়ে স্টেডিয়ামে দর্শকের উপস্থিতি ছিল অনেক বেশি। তিনি বলেন, স্টেডিয়ামে ৩৮ হাজার দর্শকের ধারণক্ষমতা থাকলেও টিকিট বিক্রি করা হয়েছিল ৪২ হাজার।
রোববার সকালের দিকে এক ভিডিও বার্তায় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বলেছেন, ফুটবল অ্যাসোসিয়েশনকে দেশের শীর্ষ লীগ বিআরআই লিগা-১ এর সব ম্যাচ স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে। ফুটবল ম্যাচগুলোর নিরাপত্তা নিশ্চিতের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই লীগ মাঠে গড়াবে না বলে জানিয়েছেন তিনি।
ইন্দোনেশিয়া ১ টাকা বাংলাদেশের কত টাকা,
ইন্দোনেশিয়া ১০০০০ টাকা বাংলাদেশের কত টাকা,
ইন্দোনেশিয়ার 1000 টাকা বাংলাদেশের কত টাকা,
ইন্দোনেশিয়া টাকার মান,
বাংলাদেশ ফুটবল বাছাইপর্ব,
বাংলাদেশ ফুটবল নিউজ,
বাংলাদেশ ফুটবল আপটেড নিউজ,
ইন্দোনেশিয়া ধর্ম,
ইন্দোনেশিয়া হিন্দু,
ইন্দোনেশিয়া জনসংখ্যা কত কোটি,
ইন্দোনেশিয়া জনসংখ্যা কত কোটি ২০২০,
ইন্দোনেশিয়া আয়তন,
ইন্দোনেশিয়া ভিসা,
ইন্দোনেশিয়া জনসংখ্যা কত কোটি ২০২২,
ইন্দোনেশিয়া ,
ইন্দোনেশিয়ায় ফুটবল মাঠে মৃত্যুর সংখ্যা ১৭৪,
স্টেডিয়াম বিপর্যয়: ইন্দোনেশিয়ায় ফুটবল মাঠে মৃত্যুর তদন্ত,
ইন্দোনেশিয়া লিগের ম্যাচ ঘিরে মাঠের মধ্যেই দাঙ্গা,
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: