৪২ হাজার টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ যেভাবে ফেরত পেলেন হারানো মানিব্যাগ!
Автор: Mr. Huda
Загружено: 2022-05-28
Просмотров: 22
Описание:
৪২ হাজার টাকা, আকামা কার্ড আর টেনশন!
সময়টা বিকাল সাড়ে তিনটা। বন্ধু জুবায়েরের জন্য শাহবাগে অপেক্ষা করছি। একসঙ্গে অফিসে যাব। কিছুক্ষণ পর জুবায়ের চলে আসল। শাহবাগ থেকে কাওরান বাজার আমি বরাবরই বিআরটিসি বাসে উঠি। আজও তাই করলাম। বাসের দোতালায় উঠতেই একটা মানিব্যাগ জুবায়েরের চোখে পড়ল। ওটা হাতে নিয়ে আমাকে জানালো। এরপর দু’জন মিলে চেক দিলাম মানিব্যাগে গুরুত্বপূর্ণ কিছু আছে কিনা। দেখলাম ৭-৮ হাজার টাকা একসঙ্গে রয়েছে। আর একটি ক্যাশ চেক রয়েছে ৩৫ হাজার টাকার। সৌদি আরবের একটা আকামা কার্ড রয়েছে। ব্যাংকের কিছু কার্ড রয়েছে। মনে হলো খুবই গুরুত্বপূর্ণ এই কাগজগুলো। যার হারিয়েছে সে নিশ্চয় খুব টেনশনে রয়েছে। তাই দেরি না করে মানিব্যাগের সব কার্ড চেক করি। কোথাও যদি তার নাম্বার পাওয়া যায় তাহলে ফেরত দিতে পারব। তবে কোন কার্ডে তার নাম্বার ছিল না। অবশেষে একটা সিম কার্ডের কাগজ পেলাম। ধারণা করলাম এটা তারই নাম্বার হবে। অন্যথায় তার মানিব্যাগে এই কাগজ থাকার কথা না। এরপর ফোন দিলাম। জিগ্যেস করলাম কিছু হারিয়েছে কিনা। তারপর আর কি! অফিসে আসলেন আর নিজের সবকিছু বুঝে নিলেন দেলোয়ার হোসেন নামের সৌদি আরব প্রবাসী। তাকে দেখে মনে হলো, তার আকাশ সমান টেনশন ঘুচালো। সেই সময়ে তাকে আবেক আপ্লুত দেখে দুই বন্ধুর কাছে অন্যরকম আনন্দ লাগছিলো। এরপর কিছুক্ষণ গল্প করলাম। ভাই জোর করে কাচ্চি খাওয়ালেন। খেলাম। ছবি তুললাম। আর মনে মনে শান্তি অনুভব করলাম।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: