পবিত্র শবে বরাত কত তারিখে এবং কি বারে তা এখনি জেনে নিন । Shabe E Barat 2021
Автор: ISLAMER RASTA IN MUSLIM
Загружено: 2021-03-23
Просмотров: 250
Описание:
#পবিত্রশবেবরাতকততারিখে #ShabeEBarat2021 #islamer_rasta_in_muslim
পবিত্র শবে বরাত কত তারিখে এবং কি বারে তা এখনি জেনে নিন । Shabe E Barat 2021
আসসালামু আলাইকুম, প্রিয় মুসলিম ভাই ও বোনেরা। আমাদেরে এক মাত্র কাজ হচ্ছে ইসলাম কে জানা। ইসলাম কি ইসলাম সর্ম্পকে বিস্তাররিত জানতে হলে আমাদের চ্যালের সাথে থাকুন এবং ইসলামের সৃষ্টি সর্ম্পকে আমাদের জানতে হবে।
২০২১ সালের পবিত্র শবেবরাত কত তারিখে এবং কি বারে এই রাত টি পালিত হবে। বিস্তারিত জানতে ভিডিও টি না টেনে সম্পূর্ন দেখুন। প্রিয় মুসলমান দয়া করে এই চ্যানেল টি সাবসক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আই কনটি অনকরে দিবেন। পরবতী নটিফিকেশন পাওয়ার জন্য
প্রিয় দর্শক , মুমিন মুসলমানদের জন্য আরবি মাসের হিসাব রাখা এবং তারিখ গননা করা ও আরবি মাস সংরক্ষন এটা একটা অতিব জরুরি বিষয় । কারন মুসলমানদের সকল কার্যক্রম আরবী মাসের গননা মাধ্যেমে সম্পন্ন হয়ে থাকে।
পবিত্র শবে বরাত কত তারিখে এবং কি বারে তা এখনি জেনে নিন । Shabe E Barat 2021
প্রিয় দর্শক, হযরত আবু হুরায়রা (রা:) বলেন, রসুল (স:) এরশাদ করেছেন,তোমরা শাবানের চাঁদের হিসাব নিভুল ভাবে রাখ। এতে রমজানের চাঁদের হিসাব দিন, তারিখ সঠিক হবে। অন্য এক জায়গায় রসুল(স) বলেছেন, মুসলমানদের জন্য চন্দ্র মাসের হিসাব রাখা এটি ফরজে কেফায়া। এক শ্রেনির মানুষ যদি হিসাব গননা না রাখে তাহলে সকল মুসলমান গুনাহগার হবে। মুসলমানদের ইবাদত বন্ধেগীর হিসাব হলো চন্দ্র মাসের সাথে। মুসলমানরা নামায আদায় করে,রোজা পালন করে, হজ্ব আদায় করে,ঈদ পালন করে, এগুলো যদি সঠিক ভাবে গননা না করা হয় তাহলে সঠিক সময় আদায় হবে না। এগুলো সকল কার্যক্রম সম্পন্ন হয় আরবী মাস বা চন্দ্র মাসের সাথে।
প্রিয় দর্শক, ২০২১ সালের পবিত্র শবেবরাত একটি মহিমান্বিত রাত,মর্যাদাপূর্ন একটি রাত, বরকতপূর্ন একটি রাত। এই রাতে রসুল (স) ইবাদত বন্দেগী করার জন্য উৎসাহ প্রদান করেছেন। এই রাতকে হাদিসের ভাষায় বলা হয় লাইলাতুল নিসফু মিন শাবান বা লাইলাতুল বরাত এক কথায় বলা হয় মুক্তির রজনী। এই রাতে আল্লাহ তাআলার কাছে আমরা যদি দোয়া করি, নফল নামায পড়ি, কোরআন তেলোয়াত করে কান্নাটি করি,আল্লাহ তায়ালার দরবারে কাতুতি মিনতি করে চোখের পানি ছেড়ে দিয়ে ক্ষমা চাই আল্লাহ তায়ালা ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে আশা করা যায় আল্লাহ তায়ালা আমাদের ক্ষমা করবেন এবং জাহান্নাম থেকে মুক্তি দিবেন।
তাই প্রিয় দর্শক এই মহিমান্বিত রাতটি ২০২১ সালের পবিত্র শবেবরাত কত তারিখে এবং কি বারে এই রাত টি পালিত হবে। আজকে এ সর্ম্পকে জানানো হবে। ইসলামিক ফাউন্ডেশন চাঁদ দেখা কমিটি কর্তৃক সিন্ধান্ত অনুযায়ী ২০২১সালের ২৯ শে মার্চ সোমবার দিবগত রাত্রি সুতরাং সোমবারের দিন রাত্রে মহিমান্বিত রাতটি অনুষ্ঠিত হবে। এই রাতের আমরা আল্লাহ তায়ালার কাছে নফল ইবাদত গুলো করবো এবং সামনে মাহে রমজান যেন আমরা সঠিক ভাবে পালন করতে পারি তার জন্য আল্লাহ তায়ালার কাছে দোয়া চাইবো। আল্লাহ পাক আমাদের মহিমান্বিত রাতটি সঠিক ভাবে পালন করার তৌফিক দান করুন আমিন
FOLLOW ME:
▶ Instagram: / islamerrastainmuslim
FACEBOOK GROUP:
🔐 For any help please join : http://facebook.com/
OUR FACEBOOK PAGES:
🌍 Facebook Page: / islamerrastainmuslim
OUR BlOGSITE
🌍www.islamerrastainmuslim48501.blogspot.com
Twitter Page:
🔐 For any help please join : / islamerrastainm
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: