বিশ্বসেরা শিশু সুন্দরীর খেতাব পেলো আনাহিতা হাশেমজাদে || World's Cutest Baby Girl
Автор: Stupid buzz
Загружено: 2021-07-22
Просмотров: 61
Описание:
Concept, Script and Voice: aman Chapal
Video Editing: Protik Rahman
হাসিমাখা এই মুখটাকে চেনেন না এমন মানুষ হয়ত খুঁজেই পাওয়া যাবেনা। এমনিতেই বাচ্চাদের কিউটনেস কখোনোই ইগনোর করা যায়না, তার ওপর সেটা যদি হয় এমন তাহলে তো কথাই নেই। এ যেন এক চলতি ফিরতি পুতুল। তাইতো জীবনের শুরুতেই ভূবনভোলানো হাসিতে এই ছোট্ট পরী পেয়ে গ্যাছে বিশ্বজোড়া খ্যাতি আর বিশ্বের সেরা শিশু সুন্দরীরর খেতাব। কোঁকড়ানো বাদমী চুল, একজোড়া সবুজ চোখ আর মুক্তোঝরা হাসি, যে হাসিতে ধরাশায়ী পুরো বিশ্ব। সোশ্যাল মিডিয়ায় তার জনপ্রিয়তা টেক্কা দিতে পারে যেকোনো বড় তারকাদের। তার নানান এক্সপ্রেশনের ছোট ছোট ভিডিও আজকাল নিমেষেই ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়।
অনেকেই তাকে চেনে ডিম্পল গার্ল নামে। কিন্তু কে এই ডিম্পল গার্ল, সেটা হয়তো অনেকেই জানেন না। এই ছোট্ট পরীর আসল নাম আনাহিতা হাশেমজাদেহ। ইরানের একটি শহর ইসফাহানে ২০১৬ সালের ১০ই জানুয়ারী জন্ম হয় এই ফুটফুটে সুন্দরীর, রাশিতে মকর আনাহিতার বয়স এখন মাত্র ৫। তাঁর বাবা আলী হাশেমজাদেহ একজন ব্যবসায়ী এবং মা মারিয়াম হাশেমজাদেহ গৃহিনী। আনাহিতাকে বিশ্বের সাথে পরিচয় করিয়েছিল তার মা। যিনি ২০১৮ সালের জুন মাসে ইন্সটাগ্রামে প্রথম বারের মত আনাহিতার কিছু ছবি আপলোড করে। ব্যাস্ খুব অল্প সময়ের ব্যাবধানেই তা ছড়িয়ে যায় সারা বিশ্বে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: