মর্গে মৃত নারীদের ধর্ষণ করত ডোম মুন্না!
Автор: Thikana News
Загружено: 2020-11-20
Просмотров: 1549
Описание:
রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে থাকা মৃত নারীদের ধর্ষণের জঘন্যতম অপরাধে মুন্না ভগত (২০) নামের এক ডোম সহকারীকে গ্রেফতার করেছে সিআইডি।
ফরেনসিক মেডিসিন বিভাগ থেকে একাধিক মৃত নারীর দেহে একজন পুরুষের শুক্রাণুর
উপস্থিতির সূত্র ধরে তাকে গ্রেফতার করা হয়।
সিআইডি সূত্রে জানা গেছে, ডোম জতন কুমার লালের ভাগনে মুন্না ভগত। সে তার মামার
সঙ্গে ওই হাসপাতালের মর্গে সহযোগী হিসেবে কাজ করত। দুই-তিন বছর ধরে মুন্না মর্গে
থাকা মৃত নারীদের ধর্ষণ করে আসছিল। এ অভিযোগের সত্যতা পেয়ে ১৯ নভেম্বর
বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে সিআইডি।
২০ নভেম্বর সিআইডির বিবৃতিতে জানানো হয়, দেশে ধর্ষণ, হত্যাসহ যেসব ঘটনায় মরদেহ ময়নাতদন্ত করার নির্দেশ দেওয়া হয়, সেসব আলামতের ডিএনএ পরীক্ষা এবং প্রোফাইল তৈরি করে থাকে সিআইডি।
২০১৯ সালের মার্চ থেকে ২০২০-এর আগস্ট পর্যন্ত একটি মেডিকেল কলেজের ফরেনসিক
মেডিসিন বিভাগ থেকে পাওয়া মৃত নারীদের দেহে পুরুষ শুক্রাণুর উপস্থিতি পায় সিআইডি।
একাধিক নারীর মরদেহে একজন পুরুষের শুক্রাণুর উপস্থিতি তাদের চমকে দেয়। তারা সেই
পুরুষকে চিহ্নিত করার জন্য মাঠে নামে।
সিআইডির গোপন অনুসন্ধানে বেরিয়ে আসে ডোম মুন্না এই অপরাধের সঙ্গে জড়িত। এদিকে মুন্না তদন্তের বিষয়টি আঁচ করতে পেরে গা ঢাকা দেয়। পরে বৃহস্পতিবার রাতে সিআইডি তাকে গ্রেফতার করে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: