এমন দিনে তারে বলা যায় -রবীন্দ্রনাথ ঠাকুর আবৃত্তি :বিদ্যুৎ বিহারি Rabindranath Tagore Biddut Behari
Автор: KOBITABEHARI কবিতাবিহারি
Загружено: 2023-07-03
Просмотров: 539
Описание:
এমন দিনে তারে বলা যায়
এমন ঘনঘোর বরিষায়,
এমন দিনে মন খোলা যায়
এমন মেঘস্বরে বাদল-ঝরঝরে
তপনহীন ঘন তমসায়,
এমন দিনে তারে বলা যায়।
সে কথা শুনিবে না কেহ আর
নিভৃত নির্জন চারিধার,
দুজনে মুখোমুখি, গভীর দুখে দুখি,
আকাশে জল ঝরে অনিবার,
জগতে কেহ যেন নাহি আর।
সমাজ সংসার মিছে সব
মিছে এ জীবনের কলরব,
কেবলই আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে
হৃদয় দিয়ে হৃদি অনুভব,
আঁধারে মিশে গেছে আর সব
তাহাতে এ জগতে ক্ষতি কার,
নামাতে পারি যদি মনোভার
শ্রাবণবরিষনে একদা গৃহকোণে,
দু কথা বলি যদি কাছে তার,
তাহাতে আসে যাবে কিবা কার
ব্যাকুল বেগে আজি বহে বায়
বিজলি থেকে থেকে চমকায়।
যে কথা এ জীবনে রহিয়া গেল মনে
সে কথা আজি যেন বলা যায়,
এমন ঘনঘোর বরিষায়
এমন দিনে তারে বলা যায়
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: