২০১৯ বিশ্বকাপের যে কোন ম্যাচের গতিপথ পাল্টে দিতে পারেন যারা। 10 Cricketer who can change the game
Автор: Sports And Entertainment
Загружено: 2019-03-22
Просмотров: 691629
Описание:
২০১৯ বিশ্বকাপের যে কোন ম্যাচের গতিপথ পাল্টে দিতে পারেন যারা। 10 Cricketer who can change the game.
খুব শীঘ্রই পর্দা উঠতে চলছে আইসিসি বিশ্বকাপ ২০১৯ এর। প্রত্যেক দল এখন তাদেরকে শেষ বারের মত ঝালিয়ে নিচ্ছে। প্রতিটি দলের প্রত্যেক পজিশনে নিয়ে আসার চেস্টা করছে নির্ভরযোগ্য খেলোয়ারদের। প্রতিটি খেলোয়ারই তাদের দেশের জন্য আস্তা হিসাবে ইংল্যান্ডে অনুষ্ঠিত এই ক্রিকেট বিশ্বকাপে খেলতে আসবে। তবে কিছু কিছু প্লেয়ার আছে যারা যেকোনো মুহূর্তে পাল্টে দিতে পারেন ম্যাচের মোড় এনে দলকে এনে দিতে পারে অনাকাঙ্ক্ষিত জয়। আজকের আয়োজন এই সব ট্রাম্পকার্ড দের নিয়ে। তো চলুন দেখে নেই ২০১৯ বিশ্বকাপের যে কোন ম্যাচের গতিপথ পাল্টে দিতে পারেন যারা। 10 Cricketer who can change the game.
হার্দিক পান্ডিয়া( ভারত) ইন্ডিয়া দলের এমন একজন অলরাউন্ডার যে কোন ম্যাচের ফলাফল পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে।
বেন স্টোকস (ইংল্যান্ড) ইংল্যান্ডের এই নির্ভরযোগ্য অলরাউন্ডার ব্যাট হাতে বা বল হাতে চমক দেখাতে অভস্ত্য। ইংরেজরা সেই চমক বিশবকাপেও দেখতে চাইবে।
কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা )
আফ্রিকান এই পেসার নিজের দিনে একাই যথেষ্ট শত্রুশিবির ধংসের জন্য।
ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড )
এই বিষাক্ত পেসার কে, কে না চেনে। বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানরাও তার বল সমীহ করে খেলে।
গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া)
অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডার এবার অজিদের অন্যতম প্রধান অস্ত্র।
ফখর জামান (পাকিস্তান)
পাকিস্তান বরাবরই আনপ্রিডিক্টাবল দল। কিন্ত এই ব্যাটসমান কে নিয়ে ভবিষ্যতবানী করা জায় যে নিজের দিনে ইনি একাই একশ বিপক্ষ দলের জন্য।
মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ)
বাংলাদেশি এই কাটার মাস্টার ইনজুরির কারনে মাঠের বাইরে ছিলেন বেশ কিছু দিন কিন্ত এখন টোটাল ফিট ইংল্যান্ডের জ্বলে উঠার জন্য।
রশিদ খান (আফগানিস্তান)
এই আফগান যুবা একাই যথেষ্ট বিশেষজ্ঞ দের গননা পাল্টে দেবার জন্য। যে কোন মুহূর্তে বিপক্ষ শিবির গুড়িয়ে দিতে সক্ষম এই লেগ স্পিনার।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: