অফিস ভাড়ার চুক্তিপত্র । অফিস ভাড়ার চুক্তিপত্র লেখার নিয়ম
Автор: Company Law BD
Загружено: 2024-06-06
Просмотров: 1131
Описание:
অফিস ভাড়ার চুক্তিপত্র
অফিস ভাড়ার চুক্তিপত্রের নমুনা
বাড়ি ভাড়ার চুক্তিপত্র লেখার নিয়ম
অফিস ভাড়ার চুক্তিপত্র
নাম ------------------------- পিতার নাম -----------------------মাতার নাম……………………ঠিকানাঃ ------------------------------ জতীয় পরিচয়পত্র নং ………………মোবাইল নং------------------জাতীয়তা-বাংলাদেশী, ধর্ম- ……………., পেশা-………………..।
—–প্রথম পক্ষ/বাড়ির মালিক ।
নাম ------------------------- পিতার নাম -----------------------মাতার নাম……………………ঠিকানাঃ ------------------------------ জতীয় পরিচয়পত্র নং ………………মোবাইল নং------------------জাতীয়তা-বাংলাদেশী, ধর্ম- ……………., পেশা-………………..।
—–দ্বিতীয় পক্ষ/ভাড়াটিয়া
পরম করুনাময় মহান আল্লাহ রাব্বুল আল আমিনের পবিত্র নাম স্বরন করিয়া, অত্র অফিস ভাড়ার দলিলের বয়ান আরম্ভ করিলাম । যেহেতু আমি প্রথম পক্ষ নিম্ন তফসিলভুক্ত অফিস কক্ষটি বা অফিস স্পেসটির বৈধ মালিক এবং উক্ত কক্ষটি অফিস হিসাবে মাসিক ভাড়ার ভিত্তিতে ভাড়া দেওয়ার প্রস্তাব করিলে আপনি ২য় পক্ষ উহা ভাড়া নিতে সম্মত হন । সেমতে আমরা উপভয় পক্ষ নিন্মবর্নিত শর্তাবলিতে একমত হইয়া অত্র চুক্তিপত্র দলিল সম্মাদন করিলাম :
চুক্তির শর্তৃবলী
০১। অত্র অফিস কক্ষটির ভাড়ার চুক্তির মেয়াদ অদ্য ০১/০১/২০২৪ইং তারিখ হইতে আগামী ৩১/১২/২০২০২৫ইং পর্যন্ত ২(দুই) বৎসরের জন্য বলবত থাকিবে । এরপর উভয় পক্ষের আলাপ আলোচনার মাধ্যমে তাহা নবায়ন/বাতিল করা যাইবে।
চলমান পাতা-০২
পাতা/০২
০২। ইহার মাসিক ভাড়া ১৫,০০০/- (পনের হাজার) টাকা মাত্র ধায্য করা হইল এবং উক্ত ভাড়ার টাকা চলতি মাসের ১-১০ তারিখের মধ্যে অথবা পরবর্তী মাসের ১-১০ তারিখের মধ্যে ২য় পক্ষ ১ম পক্ষের বরাবরে পরিশোধ করিবেন এবং ১ পক্ষ উক্ত টাকা গ্রহনের বিপরিতে ২য় পক্ষকে ভাড়া পরিশোধের রশিদ প্রদান করিবেন ।
০৩। ১ম পক্ষ / মালিক ২য় পক্ষ/ভাড়াটিয়ার কাছ থেকে অগ্রিম বাবদ ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা নগদ গ্রহন করিলেন এবং মেয়াদ শেষে উক্ত অগ্রিম বাবদ জামানতের টাকা ১পক্ষ ২য় পক্ষকে সকল পাওনা দেনা হিসাবান্তে ফেরৎ দিলে ২য় পক্ষ উক্ত টাকা বুঝিয়া পাইয়া অফিস কক্ষটি ১ম পক্ষের বরাবরে বুঝাইয়া দিবেন এবং দিতে বাধ্য ধাকিবেন ।
০৪। অত্র অফিস কক্ষটির সকল প্রকার বিদ্যুৎ বিল/পানির বিল/গ্যাসের বিল সহ আনুসাঙ্গিক সকল ইউটিলিটি বিল ২য় পক্ষ /ভাড়াটিয়া প্রতি মাসের নির্দিষ্ট সময়ে নিজ দয়িত্বে পরিশাধ করিবেনেএবং সকল বিল পরিশোধের কপি ১পক্ষ/মালিককে হস্তান্তর করিবেন ।
০৫। অত্র অফিসে ২য় পক্ষ/ভাড়াটিয়া কোন প্রকার অবৈধ এবং বেআইনি কার্য্যক্রম পরিচালনা করিতে পারিবেন না । করিলে তাহার সকল দায়তায়িত্ব ২য় পক্ষ/ ভাড়াটিয়াকে বহন করিতে হইবে ।
০৬। ২য় পক্ষ/ভাড়াটিয়া অত্র অফিস কক্ষটি বা উহার কোন অংশ অন্য কাহারো কাছে সাবলেট বা উপভাড়া দিতে পারিবন না ।
চলমান পাতা-৩
পাতা-৩
০৭। ২য় পক্ষ/ভাড়াটিয়া অত্র অফিস কক্ষটি বা উহার কোন অংশের ক্ষতিসাধন করিলে তাহা নিজ দায়িত্বে এবং নিজ খরচে মেরামত করিয়া দিবেন ।
০৮। ২য় পক্ষ মেয়াদ চলাকালিন সময়ের মধ্যে অফিস কক্ষটি ছাড়িয়া দিতে চাহিলে বা ১ম পক্ষের নিজস্ব প্রয়োজনে অফিস কক্ষটির প্রয়োজন হইয়া পড়িলে একে অপরকে ১/২/৩ মাস আগে জানাইতে হইবে এবং অগ্রিম বাবদ প্রদেয় টাকা হিসাব করিয়া যাহা পাওনা থাকে মালিক তাহা ভাড়াটিয়াকে ফেতৎ প্রদান করিবেন ।
আপনাদের অন্য কোন শর্তাবলি থাকিলে তাহা এখানে পর্যায়ক্রমে তাহা ০৯…১০… ১১ নাম্বারে লিখে নিবেন…
ভাড়াকৃত অফিসের তফলিল:
ভাড়ৃাকৃত অফিস কক্ষটির সম্পুর্ন ঠিকানা এখানে লিখে দিবেন………………
আমরা উভয় পক্ষ অত্র দলিল পাঠ করিয়া উহার মর্ম সম্যক অবগত হইয়া স্বেচ্ছায়, সজ্ঞানে এবং অন্যের বিনা প্ররোচনায় উপস্থিত স্বাক্ষীগণের উপস্থিতিতে সহি সম্পাদন করিলাম।
-------------------------
প্রথম পক্ষের স্বাক্ষর
-----------------------------
দ্বিতীয় পক্ষের স্বাক্ষর
স্বাক্ষীগণের নাম,ঠিকানা এবং স্বাক্ষর
১। --------------
২। ---------------
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: