নামাজ না পড়েও নামাজের সাওয়াব পাওয়া যায় - namaj na porew namajer souab pawar hadis
Автор: Uddessho
Загружено: 2026-01-02
Просмотров: 876
Описание:
রাতে নামাজ পড়ার নিয়ত করেছিলেন,
কিন্তু ঘুম ভেঙে যায়নি?
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের জন্য
এমন এক সুসংবাদ দিয়েছেন—
যে ব্যক্তি রাতে নামাজ পড়ার নিয়ত করে
অতঃপর ঘুমিয়ে পড়ে,
তার জন্য সেই নিয়ত অনুযায়ী পূর্ণ সওয়াব লেখা হয়,
এবং তার ঘুম আল্লাহর পক্ষ থেকে সদকা হয়ে যায়।
এই হাদিস আমাদের শেখায়—
আল্লাহ শুধু আমলই দেখেন না,
তিনি বান্দার নিয়তও কবুল করেন।
আজ রাতে ঘুমানোর আগে
রাতে নামাজ পড়ার নিয়ত করে শুয়ে পড়ুন।
হয়তো এই নিয়তই আপনার নাজাতের কারণ হবে।
📖 হাদিস রেফারেন্স:
সুনানে নাসাঈ ১৭৮৭
সহিহ ইবনে হিব্বান ২৫৬৭
#দিনে১মিনিটআমল #নিয়তেরফজিলত #সহিহহাদিস #রাতেরনামাজ #ইসলামিকভিডিও #ইসলামিকশর্টস #হাদিসশর্টস #BanglaIslamic #IslamicReminder #Shorts
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: